Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঈদ ও রামনবমীর উৎসবের সময় হাওড়ার শ্যামপুরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে রাজ্য পুলিশের তরফ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক পোস্টার লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্টভাবে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইদ- রামনবমী যাতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে।
আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন
এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম জানান, সাম্প্রদায়িক বিষয়ে শ্যামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে দুজনের বিরুদ্ধে। তার তদন্ত শুরু হয়েছে। উৎসবের মরশুমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা যে হচ্ছে তা পরিষ্কার। তাই সকলকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সুপ্রতিম সরকার অবগত করেন, সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অভিযোগে ১৯৬ (১), ২৯৯, ৩৫৩, ৩৫৩ (২), ৬১ (২) – বিএনএসে মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের পরিচয় এখন বলা সম্ভব নয়।
শনিবার পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সু্প্রতিম সরকার। তাঁরা সম্মেলন থেকে জানিয়েছেন, বাংলায় অশান্তি ছড়ানোর ছক কষেছে বেশ কিছু সংগঠন বলে তাঁদের কাছে খবর রয়েছে। তারই উদ্দেশ্যে উস্কানিমূলক কাজকর্ম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁরা পোস্টার-প্ল্যাকার্ড লাগানোর পরিকল্পনা করছে বলেও জানান তাঁরা। তাই সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি
আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন