বাংলায় ভুয়ো ভোটার ৯০ লক্ষ ! তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বড় দাবি শুভেন্দুর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতার রাজপথে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলছেন ‘ইঞ্চিতে ইঞ্চিতে ল্ড়াই করবে তৃণমূল’, ঠিক তখনই শুভেন্দু বোঝালেন মমতাকে ‘এক ইঞ্চি জমি’ তিনিও ছেড়ে দেবেন না। ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী যখন বিজেপি (BJP) তথা কেন্দ্র সরকারকে তুলোধনা করছেন ঠিক তখনই ভুয়ো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দপ্তরে যান শুভেন্দু (Shuvendu Adhikari)। এরপরই জেলা ধরে ধরে ভুয়ো ভোটারের পরিসংখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় ভুয়ো ভোটারের সংখ্যা কমপক্ষে ৯০ লক্ষ! এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। কোনও ভারতীয় হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, জৈন, পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে। কিন্তু কোনও রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না। আমরা কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নই, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধেও নই। কিন্তু কোনও রোহিঙ্গা মুসলমান বাংলায় থাকতে পারবেন না।’ অন্যদিকে, ভুয়ো বার্থ সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি এই কাজের জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নিদানও দিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন