Bangla News Dunia, Pallab :: ফের বাংলায় সরকার বদলের ডাক দিলেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার দুর্গাপুরে (Durgapur) নেতাজি ভবন অডিটোরিয়ামে বিজেপি (BJP)-র তরফে এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো
সেখানে উপস্থিত হয়ে মিঠুন বলেন, ‘আমাদের দলের কোনো ট্যাগলাইন নেই। আমরা নিজেদেরকে হিন্দু বলি ঠিকই। আমরা সনাতনী। হিন্দুত্ব সনাতনী হলো আমাদের উৎস।’ রাজ্য সরকারকে আক্রমণ করে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাকে বদলাতে হবে। বাংলার সরকার বদল করতে হবে। তবেই গণতন্ত্র আসবে। একমাত্র সরকার বদলালেই বোঝা যাবে ‘গণতন্ত্র’ কাকে বলে। অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানের পর বিজেপির একাধিক নেতা ও কর্মীর নামে এফআইআর করা হয়েছে বলে অভিযোগ। সেই প্রসঙ্গে মিঠুন বলেন, ‘এটাই হচ্ছে বাংলার পুলিশ। সবাই দেখতে পাচ্ছেন।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘আপনারা তো আরো ভালো করে জানেন।’ আরজি করের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এটাই যে, কেউ অভয়াকে নিয়ে কিছু বলছে না। বাবা-মায়ের কাছ থেকে একটা মেয়ে চলে গেলো। এখন সবাই অন্য কিছু বলছে।’
পাশাপাশি এসআইআর (SIR) ইস্যুতেও কথা বলতে শোনা যায় মিঠুনকে। মিঠুন বলেন, ‘শুধু বাংলায় নয়, এটা অন্যান্য রাজ্যেও কার্যকর হচ্ছে।’ দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মিঠুন বলেন, ‘২০২৪-এর তুলনায় বাংলার বিজেপি অনেক সংঘবদ্ধ জায়গায় আছে। কর্মীরা সবাই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে।’ এদিন কর্মীসভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, অভিজিৎ দত্ত, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতারা।