বাংলায় ‘স্বাভিমান’ যাত্রায় RSS ! সুবিধা পাবে BJP ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আরএসএস (RSS) বাংলায় ‘স্বাভিমান’কে জাগানোর উদ্দেশ্যে এক বিশাল কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভাগবত ১০ দিনের বঙ্গ সফর শেষে জানিয়েছেন, তারা বিশেষভাবে পাঁচটি বিষয়ে জোর দিচ্ছেন। এই পাঁচটি হল: ‘স্ব’, ‘সামাজিক সমরসতা’, ‘কুটুম্ব প্রবোধন’, ‘পর্যাবরণ’ (পরিবেশ সচেতনতা) এবং নাগরিক কর্তব্য।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

এখন, তাদের প্রধান লক্ষ্য হলো হিন্দু জনগণের মধ্যে এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়া এবং তাদের মধ্যে জাতীয়তাবোধ ও আত্মনির্ভরতার চেতনা জাগানো। মোহন ভাগবত জানিয়েছেন, ‘স্ব’ বা স্বতন্ত্রতা সম্পর্কে তারা পুরনো স্বাধীনতা আন্দোলনের ‘স্বদেশি ভাবনা’-কে সামনে এনে কাজ করবেন। এর মধ্যে স্ব-ভাষা, স্ব-ভূষা এবং স্বনির্ভরতা প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হলো গড়ে তোলা এক আত্মনির্ভর ভারত।

আরএসএস (RSS) এই কর্মসূচিতে ঘর ঘরে প্রচারের পাশাপাশি গ্রামাঞ্চলে মাইক্রো ইন্ডাস্ট্রি গড়ে কর্মসংস্থানের প্রসার ঘটানোর পরিকল্পনা নিয়েছে। এজন্য তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি সংস্থার সাথে সমন্বয় করছে। এর মাধ্যমে তারা গ্রামাঞ্চলে শিল্প এবং প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

সামাজিক সমরসতা কর্মসূচিতে, জাতপাতহীন সমাজ গড়ে তোলার প্রচার করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত রাঢ়বঙ্গে বিশেষভাবে এই কর্মসূচির প্রচার চলছে। অন্যদিকে, পরিবেশ সচেতনতা এবং কুটুম্ব প্রবোধন কর্মসূচির মাধ্যমে গোটা গ্রাম বাংলার মধ্যে আত্মীয়তা ও সামাজিক সম্পর্ককে শক্তিশালী করা হবে।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন