বাংলায় ১ লক্ষ ১৫ হাজার কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানুন কোন কোন পদে নিয়োগ হবে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তাল বাংলায় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নিয়োগ শুরু (WB Recruitment) হচ্ছে আবার। চাকরিপ্রার্থীদের জন্য তাই বিরাট সুখবর। এমনিতেই সুপ্রিম কোর্ট-এর নির্দেশে চাকরি বাতিল হয়েছে বহু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। সকলেই চাইছেন, এবার অন্তত নিয়োগ হোক রাজ্যে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণাটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

WB New Recruitment Announcement

পশ্চিমবঙ্গের বহু চাকরিপ্রার্থী তরুণ-তরুণী এখনো নিয়োগের আশায় রয়েছেন। সরকারি চাকরির স্বপ্নপূরণ করার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছেন। তবে আগের মত এখন আর নিশ্চিন্ত নয় সরকারি চাকরি। উদাহরণ দেখা গিয়েছে সম্প্রতি। নিয়োগ দুর্নীতির আবহে যোগ্য-অযোগ্য বাছাই না হওয়ায় বহু সংখ্যক প্রার্থীর চাকরি বাতিল হয়েছে এক ঘোষণায়।আন্দোলন ও বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। বলছেন ফিরিয়ে দিতে হবে তাঁদের চাকরি। তবে রাজ্য সরকার নীরব। আগামী দিনে এই প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েই যায়।

বর্তমানে রাজ্যের পরিস্থিতি উত্তাল একদিকে যেমন চাকরিচ্যুত শিক্ষক দের আন্দোলন, আর একদিকে আইনি টানাপোড়েনের মাঝে জটিলতা অব্যাহত। এরই মাঝে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কঠিন সময় দাঁড়িয়ে তিনি রাজ্যের বুকে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ঘোষণা করলেন প্রায় ১ লক্ষ ১৫ হাজার নিয়োগের। কবে থেকে আর কোন পদে নিয়োগ হবে? আসুন বিস্তারিত জানা যাক।

লক্ষ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

সোমবার দিন পশ্চিম মেদিনীপুরের শালবনীর ঐতিহাসিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকেই ঘোষণা করলেন, এবার শালবনীতে গড়ে উঠছে বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। আর সেখানে কর্মসংস্থান হবে ১৫০০০ জনের। এ বিষয়ে সূত্রের খবর, JSW Group-এর উদ্যোগে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করে শালবনীতে দুটি ৮০০ মেগা ইউনিটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রকল্প বিদ্যুতের ঘাটতি কমাবে তা তো বলাই যায়। এর পাশাপাশি হাজার হাজার মানুষের রুজিরোজগার তাঁদের কর্মসংস্থানের সুব্যবস্থা করবে। সুযোগ। রাজ্যের ২৩টি জেলার যুবক যুবতীরা এই বিদ্যুৎ কেন্দ্র ও উৎপাদিত বিদ্যুৎ থেকে উপকৃত হবেন। প্রার্থীদের চাকরির স্বপ্নপূরণ হবে। কর্মসংস্থান বাড়বে রাজ্যে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আরও ঘোষণা করেছেন, বীরভূম জেলার দেউচা পাঁচমি প্রকল্প নিয়েও। তিনি জানান, সেখানে কোল ব্লকের কাজ শুরু হলে মোটামুটি প্রায় এক লক্ষ মানুষের সেই স্থানে কর্মসংস্থান হবে। খুব স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বেকার যুবক সমাজের কাছে আশার আলো। এছাড়াও, রাজ্য সরকার তরফে ঘোষণা, গত কয়েক বছর ধরে বাংলার সরকার শিল্পের মাধ্যমে আরও প্রচুর কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করছে। এই চাকরির খবরে কিছুটা হলেও স্বস্তিতে যুব সমাজ।

উপসংহার: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাখ লাখ চাকরির ঘোষণা করেছেন তার জন্য নিঃসন্দেহে উপকৃত হতে চলেছেন যুবসমাজ। এর পাশাপাশি চাকরিহারা প্রার্থীদের স্বার্থে গুরুত্বপুর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নিয়োগ বাড়লে রাজ্যে কর্মসংস্থান বাড়বে। বেকারত্বের পরিস্থিতি কমবে।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন