বাংলার বাড়ির টাকা কবে দেবে পশ্চিমবঙ্গ সরকার? নতুনদের জন্য বড় ঘোষণা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের “বাংলার বাড়ি” প্রকল্প বহু নিম্ন আয়ের মানুষের স্বপ্ন পূরণের পথ তৈরি করেছে। তবে যারা নতুনভাবে আবেদন করেছেন, তাদের একটাই প্রশ্ন বাংলার বাড়ির টাকা কবে পাবো? সম্প্রতি রাজ্য সরকার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। নিচে বিস্তারিতভাবে জানানো হলো। এই প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প, যার মাধ্যমে গৃহহীন পরিবার গুলোকে পাকা বাড়ি নির্মাণে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

বাংলার বাড়ির নতুনদের টাকা কবে দেবে পশ্চিমবঙ্গ সরকার?

গৃহহীন বা দুর্বল ঘরের পরিবারগুলোকে বসবাসের উপযোগী পাকা ঘর দেওয়া, মহিলাদের নামে বাড়ির মালিকানা নিশ্চিত করা, গ্রামের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) এর রাজ্য সংস্করণ হিসেবে পরিচালিত হয়। কারণ দুর্নীতির অভিযোগে কেন্দ্রের তরফে এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে?

পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক সূত্রে জানা গেছে যে, ২০২৫ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নতুনভাবে অনুমোদিত বাংলার বাড়ি আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে। প্রথম কিস্তি ৬০,০০০ সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে পাঠানো হবে, মোট তিনটি কিস্তিতে অর্থ প্রদান সম্পন্ন হবে।

কারা এই অর্থ পাবে?

  • যাদের নাম ২০২৪ সালের শেষে প্রকাশিত উপভোক্তা তালিকায় রয়েছে
  • যাদের জমির কাগজপত্র বৈধ এবং যাচাই সম্পূর্ণ হয়েছে
  • যারা প্রথম কিস্তির আবেদন ফর্ম জমা দিয়েছেন জেলা পর্যায়ের অফিসে
  • সরকারি যাচাই পর্ব সফলভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন।

টাকা কিভাবে ও কোথায় আসবে?

টাকা পেতে হলে উপভোক্তাকে নিজের ব্যাংক একাউন্ট অবশ্যই আধার সংযুক্ত করতে হবে, DBT (Direct Benefit Transfer) এই পদ্ধতির মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে, উপভোক্তার নিজস্ব ব্যাংক একাউন্টে এই টাকা দেওয়া হবে। কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। সরকারি ওয়েবসাইট ও পঞ্চায়েত অফিসেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়, সমস্যায় অভিযোগ জানানো যেতে পারে।

কিভাবে টাকা আসার স্ট্যাটাস দেখবেন?

আপনার বাংলার বাড়ির টাকা এসেছে কিনা তা দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পোর্টালে। আবেদন নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, CAPTCHA কোড দিয়ে দিলে আপনার আবেদনের সকল তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে আপনাকে। যদি আপনি নতুন বাংলার বাড়ি আবেদনকারী হন, তাহলে এখনই পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার নাম তালিকায় আছে কিনা যাচাই করুন, জমির দলিল ও আধার সংযুক্ত সেভিংস একাউন্ট প্রস্তুত রাখুন ও সরকারি পোর্টালে আবেদন পর্যবেক্ষণ করুন।

আরও পড়ুন:- ডিলিট হওয়া WhatsApp মেসেজ কিভাবে দেখবেন ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন