বাংলার বাড়ি প্রকল্পে ১,২০,০০০ টাকা করে অনুদান, ভূমিহীনদের পাট্টা – মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ – Banglar Bari Prakalpo

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Banglar Bari Prakalpo: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নয়া পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় রাজ্যের গৃহহীন পরিবারগুলিকে ১,২০,০০০ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। এট পাশাপাশি যাঁদের নিজের নামে জমি নেই, তাঁদের জমির পাট্টা প্রদান করার ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপে রাজ্যের গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য আশার আলো দেখা দিচ্ছে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভূমিহীনদের জমির পাট্টা

মুখ্যমন্ত্রী নিজে সরাসরি জেলা সফরে এসে জানা যে, প্রায় ৯০০ ভূমিহীন মানুষকে হাতে হাতে জমির পাট্টা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য জেলায়ও তা চালু হবে বলে জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

ঘরে কন্যা সন্তান থাকলেই ১০ লক্ষ টাকা পেতে পারেন, কীভাবে আবেদন করবেন দেখুন – Central Government SSY Scheme

বিশেষ করে ভূমিহীনদের জমির পাট্টা থাকলে ওই পরিবারগুলির জন্য বাড়ি তৈরির কাজ, ব্যাংক ঋণ, ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়া অনেক সহজ হয়ে দাড়িয়েছে। সরকারের এই পদক্ষেপ ভূমিহীনদের জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তার কাজ করবে।

জেনেনি বাংলার বাড়ি প্রকল্প কী?

‘বাংলার বাড়ি’ হল রাজ্য সরকারের একটি নিজস্ব হাউজিং প্রকল্প। যেসব পরিবার আবাস যোজনা বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প শুরু করেছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল— “সবার মাথার উপর ছাদ রাখতে হবে”। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ পরিবার এই প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছেন।

প্রতিটি উপভোক্তাকে ১,২০,০০০ টাকা করে অনুদান

সাধারণত এই প্রকল্পে প্রতিটি গৃহহীন পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১,২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

তবে শর্ত অনুসারে, টাকা পাওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি নির্মাণের কাজ শুরু করা দরকার। নইলে সরকার সেই অর্থ ফেরত নিয়ে নিবেন বলে উল্লেখ করা হয়।

বড় কথা হলো, এই অনুদানের মাধ্যমে উপভোক্তারা নিজের মতো করে স্থায়ী বাড়ি বানাতে পারবেন, যা তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ বাসস্থান হতে পারে।

স্বচ্ছতা ও দুর্নীতি-মুক্ত প্রকল্প বাস্তবায়ন

পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের অন্যতম দিক হল এর স্বচ্ছতা। কোনও মিডলম্যান বা দালাল ছাড়াই উপভোক্তারা সরাসরি টাকা পেতে পারেন, এবং এর ফলে প্রকৃতই দরিদ্র পরিবাররা উপকৃত হবেন বলে জানা যায়।

এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের উপর থাকায় জবাবদিহিতা বজায় থাকবে, এবং অনিয়মের সুযোগ এখানে নেই। প্রতিটি ঘর তৈরির অগ্রগতি নিয়মিত মনিটর করতে পারবে।

ভূমিহীনদের জন্য আইনি মালিকানা: পাট্টা বিতরণ কর্মসূচি

বিশেষ করে ভূমিহীনদের জন্য জমির আইনি কাগজ না থাকায় তারা দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল। এখন পাট্টা পাওয়ার পর তারা জমির বৈধ মালিকানা তো পাবেনই এবং ভবিষ্যতে পরিবারের অন্যান্য সদস্যরাও এই জমি ব্যবহার করতে পারে বলে জানানো হয়।

আর এটি শুধু জমি নয়, বরং নতুন জীবনের স্থায়ী ভিত্তিও বটে, এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা ও নিরাপত্তার সুবিধাও পেতে পারেন।

রাজ্যব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বাংলার বাড়ি প্রকল্প নয়, বরং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সামগ্রী বিতরণ কর্মসূচিও চলছে।

দুঃস্থদের জন্য সরকার গৃহনির্মাণ করবে

জেলা পরিষদের তরফে জানানো হয়েছে, যেসব পরিবার একদমই ঘর বানাতে অক্ষম রয়েছে, তাদের জন্য সরকার নিজে ঘর বানিয়ে দিতে চলেছে। এর জন্য একটি তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে।

এই পরিবারগুলির জন্য এই প্রকল্প যেন একটি আশীর্বাদ হয়ে দাড়িয়েছে।

পুনরায় সার্ভে ও নতুন তালিকা তৈরি

সরকার আবারও জানিয়েছেন , নতুনভাবে সার্ভে চালানো হবে। যেসব গৃহহীন পরিবার প্রথম পর্যায়ে বাদ পড়ে গিয়েছেন, তাঁদের পুনরায় নথিভুক্ত করার কাজ করা হবে।

এই সার্ভে শেষে তাদেরও টাকা ও পাট্টা দেওয়া হতে পারে। এই পদ্ধতিতে নিশ্চিত করা হচ্ছে, কেউ যেন বাদ না পড়ে

কেন্দ্রের আবাস যোজনা বন্ধ, রাজ্যের নিজস্ব প্রকল্পই ভরসা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা মাঝেমধ্যে বন্ধ হয়। কিন্তু রাজ্য সরকার কোনওভাবেই সাধারণ মানুষের পাশে থাকা থেকে সরে যাবেনা বা যায়নি।

রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্প সুবিধা দিচ্ছেন। তিনি আরও জানান— “আমরা মানুষের স্বপ্নের ঘর তৈরি করব, তাতে যত বাধাই আসুক।”

পরিশেষে বলা যায় যে, ‘বাংলার বাড়ি’ প্রকল্প শুধুমাত্র একটি গৃহনির্মাণ প্রকল্প হবে না, এটি একটি মানবিক উদ্যোগও বটে। এর মাধ্যমে রাজ্যের গরিব ও ভূমিহীন মানুষরা যেমন নিরাপদ ঘর ও জমির মালিকানা পাচ্ছেন, তেমনি তাঁদের জীবনে স্থায়ী আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদাও পাবেন।

অবশ্যই রাজ্য সরকারের এই উদ্যোগ আজ শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যগুলোর কাছেও একটি দৃষ্টান্ত হতে পারে।

আরও পড়ুন

বিনামূল্যে প্রাইভেট চিকিৎসা, রাজ্য সরকারের স্বাস্থ্য কার্ড -দেখুন আবেদন পদ্ধতি – WB Shasthya Card 2025

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন