Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদে (Murshidabad) রাষ্ট্রপতি শাসনের আবেদনে পালটা ধুয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-র এজলাসে শুনানি শুরু হয়। শুনানিতে বিচারপতি বি আর গভাই বলেন, ‘বাংলা নিয়ে নির্দেশ দিলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচারব্যবস্থা।’
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
মুর্শিদাবাদ হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩৫৫ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। এদিন বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-র এজলাসে শুনানি শুরু হতেই বলেন, ‘আপনারা চাইছেন আমরা রাষ্ট্রপতিকে শাসন জারির জন্য নির্দেশ দিই? এমনিতেই আমাদের বিরুদ্ধে আইনসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ এপ্রিল আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। তিনমাসের মধ্যে তাঁকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের জন্যও ওই একই নির্দেশ দেয় শীর্ষ আদালত। এভাবে রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারেননি উপরাষ্ট্রপতি। তিনি স্পষ্ট বলেন, সংবিধানের ১৪২ ধারাকে পরমাণু মিসাইলের মতো ব্যবহার করছে বিচারব্যবস্থা।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।