Bangla News Dunia, Pallab : কুয়োর মধ্যে পড়ে গেল যাত্রী সহ গাড়ি, যার জেরে মৃত্যু হল ১০ জনের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার কাছারিয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন অত্যন্ত দ্রুতগতিতে থাকা ওই গাড়িটি রাস্তায় মোড় ঘোরার সময় অপরদিক থেকে আসা একটি বাইকে মুখোমুখি ধাক্কা মারে। এরপরেই পালটি খেয়ে গাড়িটি পড়ে যায় পাশের একটি কুয়োর মধ্যে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এদিকে কুয়োয় পড়ে যাওয়া ওই গাড়ির ভেতর ছিলেন দুই শিশু সহ ১৩ জন। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকার্যে নেমে পড়েন। সূত্রের খবর, কুয়োয় পড়ে যাওয়া গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা চলছে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
অপরদিকে সূত্র মারফত জানা যায় যে, ঘটনার পর আহতদের উদ্ধার করতে কুয়োয় নেমেছিলেন এক স্থানীয় যুবক। কিন্তু কুয়োয় থাকা বিষাক্ত গ্যাসে তাঁরও মৃত্যু ঘটেছে বলেই অনুমান করা হচ্ছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সহ কুয়োর মধ্যে পড়ে যান। এখনও উদ্ধার কাজ চলছে।’
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান