বাইকে লুকিয়ে ছিল বিষধর সাপ ! বাইক স্টার্ট করতেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাইকের মধ্যে লুকিয়ে বিষধর সাপ ৷ বাইক চলতে শুরু করলে সেটি বেরিয়ে এসে এক আরোহীর গায়ে উঠে পড়ে ৷ আরোহী সঙ্গে সঙ্গে ব্রেক কষলে সাপটি অন্য আরোহীর গায়ে গিয়ে পড়ে যায় এবং তাঁকে কামড়ে দেয় ৷ ফলে ওই দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলায় ৷

গত বুধবার এক বন্ধুর সঙ্গে বাইকে চেপে যাচ্ছিলেন হরিশ ৷ বন্ধু বাইক চালাচ্ছিলেন ৷ বাইকে যে সাপ লুকিয়ে আছে, তা কেউ টেরও পাননি ৷ বাইক চলতে শুরু করার খানিকক্ষণ পর আচমকা দু’জনকে অবাক করে দিয়ে সাপটি বেরিয়ে আসে ৷ চালক সাপ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেন ৷ ঠিক সে সময় সাপটি হরিশের গায়ের উপর এসে পড়ে ৷ তাঁর হাতে কামড়ে দেয় বিষধর সাপ ৷

হরিশের বন্ধু তাঁকে নিয়ে তড়িঘড়ি কুমবাম সরকারি হাসপাতালে ছোটেন ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে থেনি সরকার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ ততক্ষণে সাপের বিষ হরিশের সারা শরীরে ছড়িয়ে পড়েছিল ৷ এই অবস্থায় দ্বিতীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ৷ হরিশের মৃত্যুর পর ঘটনাস্থলে পৌঁছয় রায়াপ্পানপট্টি থানার পুলিশ ৷ ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷

এদিকে, গত বছর নভেম্বর মাসে তামিলনাড়ু সরকার সাপের কামড়কে 1939 সালের তামিলনাড়ু জন স্বাস্থ্য আইনের আওতায় ‘নোটিফায়েড ডিজিজ’ বলে ঘোষণা করেছে ৷ তার আগে কর্ণাটক সরকার এই ঘোষণা করেছিল ৷

আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন