বাঙালি হেনস্তার প্রতিবাদে অসমবাসীকে রুখে দাঁড়ানোর পরামর্শ মমতার, পালটা জবাব দিলেন হেমন্ত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : অসমে বাঙালি হেনস্তার প্রতিবাদে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে লিখলেন দীর্ঘ পোস্ট। মমতার পোস্ট দেখে পালটা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

অসমে বাঙালি হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দেশে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। অসমেও তাই। যাঁরা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাঁদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্তা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান। যাঁরা মাতৃভাষার জন্য, নিজের পরিচয়রক্ষার লড়াই করছেন আমি তাঁদের মতো প্রত্যেক নির্ভীক মানষের পাশে আছি।’

মমতার এই পোস্ট দেখে চুপ থাকেননি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে পালটা তিনি এক্সে পোস্ট করেন। লেখেন, ‘অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসই প্রায় অস্তিত্ব সংকটে। হেনস্তা নয়, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা কাজে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন। প্রয়োজনীয় নথিপত্র কেড়ে নিয়ে তাঁদের ‘পুশব্যাক’ করা হচ্ছে বাংলাদেশে। এই নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের একাধিক নেতা। যদিও শুক্রবার দুর্গাপুরের সভা থেকে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে দিয়েছেন কড়া বার্তা। এদিন অসমের মুখ্যমন্ত্রীর এক্স পোস্টেও অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ঝলকই যেন দেখা গেল।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন