Bangla News Dunia, Pallab : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোট (New Currency Note)। আর এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উঠছে, তাহলে কি পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে? নাকি সেই নোটগুলিও চালু থাকবে।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
কেন নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোট বাজারে আসছে?
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রায়শই ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করে। আর এবারের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোটে থাকছে আরো উন্নত সিকিউরিটি ফিচার, যা নকল রোধ করতে সাহায্য করবে। সাথে থাকছে নতুন ডিজাইন এবং রঙ এর মিশ্রণ এবং ভারতীয় ঐতিহ্য তুলে ধরার নতুন মোটিফ।
নতুন এবং পুরনো নোটের মধ্যে পার্থক্য
রঙ- পুরনো ১০ টাকার নোটের রঙ ছিল কমলা বাদামি। কিন্তু নতুন ১০ টাকার নোটের রঙ হচ্ছে চকলেট ব্রাউন। একইভাবে পুরনো ৫০০ টাকা নোটের রঙ ছিল স্টোন গ্রে। কিন্তু নতুন ৫০০ টাকার রঙ হচ্ছে ধূসর এবং লাল আভা।
আকার- পুরনো ১০ টাকার নোটের আকার ছিল 137 x 63 মিমি। কিন্তু নতুন ১০ টাকার নোটের আকার হচ্ছে 123 x 63 মিমি। তবে পুরনো ৫০০ টাকার নোটের আকার কোনরকম বদলানো হচ্ছে না। আগেও যা আকার ছিল, এখনো তাই থাকছে।
মোটিফ- পুরোনো ১০ টাকার নোট ছিল ভারতের প্রাণী জগতের ছবি। কিন্তু নতুন ১০ টাকার নোটে থাকবে কোনার্কের সূর্য মন্দির। একইভাবে পুরনো ৫০০ টাকার নোটে ছিল গান্ধীজীর প্রতিকৃত। কিন্তু নতুন ৫০০ টাকার নোটে থাকছে লালকেল্লা এবং তিরঙ্গা।
নিরাপত্তা থ্রেড- পুরনো ১০ টাকার নোটে সাধারণ থ্রেড দেওয়া ছিল। কিন্তু নতুন ১০ টাকার নোটে আরবিআই লেখা থ্রেড দেওয়া থাকছে। পাশাপাশি পুরনো ৫০০ টাকার নোটে পুরনো থ্রেড ছিল। কিন্তু নতুন ৫০০ টাকার নোটে রঙ পরিবর্তনশীল গ্রেড থাকছে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন