বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় রিজার্ভ ব্যাংকের যে কোনো পদক্ষেপ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক নতুন ৫০০ টাকার নোট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মনে একটাই প্রশ্ন – “পুরনো ৫০০ টাকার নোট কি বাতিল হয়ে যাচ্ছে?” চলুন বিস্তারিত জেনে নিই এই বিষয়ে।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
নতুন ৫০০ টাকার নোট আসছে?
রিজার্ভ ব্যাংক জানায়, নতুন ৫০০ টাকার নোটে কিছু আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর ফলে নোট জাল করার আশঙ্কা অনেকটাই কমে যাবে। নতুন নোটে থাকবে উন্নত নিরাপত্তা সুতো (Security Thread), ম্যাগনেটিক ইনক ও হিডেন ইমেজ ব্যবহার করা হবে, নোটের ডিজাইন আগের মতোই থাকবে, তবে কালার টোনে হালকা পরিবর্তন থাকবে।
পুরনো ৫০০ টাকার নোট কি বাতিল হয়ে যাবে?
না, রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পুরনো ৫০০ টাকার নোট বৈধ থাকবে অর্থাৎ নতুন নোট বাজারে এলেও পুরনো নোট দিয়ে আপনি লেনদেন চালিয়ে যেতে পারবেন। নতুন নোট চালুর মূল উদ্দেশ্য হল দেশের মুদ্রা ব্যবস্থাকে আরও নিরাপদ করা