Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

বাজারে ক্রমাগত পতন, তার মধ্যেও দাম বেড়েছে এই চার স্টকের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কবে পতনের কবল থেকে মুক্ত হয়ে ঘুরে দাঁড়াবে দেশের স্টক মার্কেট? লগ্নিকারী থেকে বাজার বিশেষজ্ঞ— সকলেই মনে ঘুরছে এই একটাই প্রশ্ন। কারণ গত সপ্তাহে সেনসেক্স, নিফটি৫০-কে যে পতনের ধাক্কা সহ্য করতে হয়েছে, এ সপ্তাহেও তার বদল ঘটেনি।

সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন সোমবারও মার্কেট ছিল ডাউন। সেনসেক্স কমেছে ০.৭০ শতাংশ বা ৫৭২ পয়েন্ট। পতনের পর সেনসেক্স রয়েছে ৮০ হাজার ৮৯১ পয়েন্টে। নিফটি৫০-র পয়েন্ট সোমবার কমেছে ০.৬৩ শতাংশ বা ১৫৬ পয়েন্ট। সোমবার নিফটি৫০-র ক্লোজ়িং হয়েছে ২৪ হাজার ৬৮০ পয়েন্টে।

আরও পড়ুন:- DVC জল ছাড়লে পাল্টা রুখবে মমতার তৈরি ড্যাম, কী প্ল্যান করছেন মুখ্যমন্ত্রী ? জেনে নিন

এই পরিস্থিতিতে মঙ্গলবার ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার? সে সম্ভাবনা কম বলেই মত বাজার বিশেষজ্ঞদের। মঙ্গলবার গিফ্ট নিফটি প্রায় ৪০ পয়েন্ট ডাউন রয়েছে। যা দেখে দালাল নেগেটিভ স্টার্টের সম্ভাবনা বেশি বলে মত বিশেষজ্ঞদের। সেই সঙ্গে মঙ্গলবার এশিয়ার বিভিন্ন দেশের বাজারও ডাউন রয়েছে।

বাজারে পতনের আবহ থাকায় কম দামে শেয়ার কেনার সুযোগও রয়েছে লগ্নিকারীদের কাছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের লক্ষ্যে কম দামে শেয়ার কিনে রাখতে পারলে পরে বেশি অঙ্কের লাভের সম্ভাবনা থাকবে। তবে লগ্নির আগে সবদিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার কেনার জন্য কয়েকটি স্টকের কথাও জানিয়েছেন তাঁরা। পতনের আবহেও এই সমস্ত স্টকের দাম বেড়েছিল সোমবার।

টরেন্ট ফার্মা লিমিটেড: ফার্মা সেক্টরের এই স্টকের দাম সোমবার পতনের আবহেও ০.৭৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৬৩০ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৮৭৭ টাকা এবং স্টপ লস ৩ হাজার ৪৯৬ টাকা।

ইউপিএল লিমিটেড: অ্যাগ্রোকেমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রস্তুতকারক এই সংস্থার স্টক দাম সোমবার ০.৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৭২৭ টাকা। এর টার্গেট প্রাইস ৭৮১ টাকা এবং স্টপ লস ৭০৪ টাকা।

ডাবর ইন্ডিয়া লিমিটেড: এই মাল্টিন্যাশনাল কনজ়িউমার গুডস কোম্পানির শেয়ারের বিপুল বৃদ্ধি হয়েছে সোমবার। ২.২৯ শতাংশ বেড়ে এই শেয়ারের দাম হয়েছে ৫২৩ টাকা। এর টার্গেট প্রাইস ৫৩৫ টাকা এবং স্টপ লস ৫২২ টাকা।

লয়েড এন্টারপ্রাইজ় লিমিটেড: এই সংস্থার স্টকের দামও সোমবার ২.১৯ শতাংশ বেড়ে হয়েছে ৮১ টাকা। এর টার্গেট প্রাইস ৮৭ টাকা এবং স্টপ লস ৭৯ টাকা।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন:- ডিম কীভাবে খেলে পুষ্টি সবচেয়ে বেশি পাবেন ? কি বলছেন পুষ্টিবিদরা জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন