বাজার কাঁপাতে দুর্দান্ত বাজেট স্মার্টফোন লঞ্চ হতে চলেছে মার্চে। আপনার জন্য কোনটি সেরা? দেখে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজেটে দুর্দান্ত স্মার্টফোন আসতে চলেছে কিছু দিনের মধ্যেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে হাতের মুঠোয় মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া এক মুহুর্ত চলা অসম্ভব। ফোন শুধুমাত্র ফোন করার জন্য ব্যবহার হয় না, পড়াশুনা সংক্রান্ত ব্যাপার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মোবাইল ফোন বেশ কিছু বছর হয়ে গেলে প্রত্যেকেরই নতুন মোবাইল ফোন কেনার প্রতি ঝোঁক বাড়ে। বিশেষ করে নতুন বছর বা মাস শুরু হওয়ার সময়ে অনেক নতুন মডেল বের হয় কিম্বা অনেক কম দামে ভালো মডেল মোবাইল পাওয়া যায়।

সেরা ৫টি আসন্ন স্মার্টফোনের তালিকা মার্চ মাসে

গত বছর থেকে বেশ কয়েকটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন ভারতীয় বাজারে চালু হয়েছে। আপনি আপনার সাধ্যের মধ্যে স্মার্টফোন গুলি ক্রয় করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকছে। আপনি যদি এই মুহূর্তে নিজের জন্য একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন, সেখানেও থাকছে অনেক বিকল্প।

সেরা ৫টি আসন্ন স্মার্টফোন বাজার কাঁপাবে

বিশেষ করে বর্তমান সময়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম চাহিদার থেকে বাজারে ভিন্ন মডেলের নিত্য নতুন চমক নিয়ে আসছে মোবাইল কোম্পানি গুলো। আপনার সাধ্যের মধ্যেই খুবই বাজেট পণ্য দামের মধ্যে অথচ আকর্ষণীয় প্রিমিয়াম ফোন আপনি পেয়ে যাবেন, সাথে থাকছে একাধিক আকর্ষণীয় টিচারের সুবিধা। আপাতত সেরার সেরা তালিকায় যে পাঁচটি ফোন বাজারের নতুন লঞ্চ হয়েছে সেই কাজটি ফোনের ফিচার অসুবিধা সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে।

আরও পড়ুন:- হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত? তালিকাটা দেখে নিন…

Best Budget Mobile Phone 2025

Google Pixel 9a: গুগলের পিক্সল সিরিজের ফোন গুলি ইতিমধ্যেই দেশের বাজারে গ্রাহকের কাছে একটা বড় চাহিদা হয়ে উঠেছে। এই ফোনের আকর্ষণীয় ফিচার এবং ক্যামেরা গ্রাহকদের অনেকটাই পছন্দের কারণ। যে সমস্ত গ্রাহকরা পছন্দের তালিকায় এই ফোনটি মনে মনে রেখে দিয়েছিলেন তাদের জন্য সুখবর, নির্ধারিত সময়ের আগে কোম্পানি এটি লঞ্চ করবে। সম্ভবত উনিশে মার্চ থেকে এই ফোনের জন্য অগ্রিম বুকিং শুরু করে দেওয়া হবে।

মার্চে আসছে এই ৫টি দুর্দান্ত স্মার্টফোন

এই ফোনটি বিক্রি শুরু হবে ২৬ শে মার্চ থেকে। যেহেতু এই ফোনটির ব্যাপক চাহিদা রয়েছে তার জন্য অগ্রিম বুকিং না করলে অনেকটাই সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির দাম ভারতে রয়েছে ৫৫ হাজার টাকার কাছাকাছি। যে সমস্ত গ্রাহক এই ফোনটি কিনতে ইচ্ছুক রয়েছেন তারা নিঃসন্দেহে এই ফোনটি ক্রয় করতে পারেন।

iQOO Neo 10R: কোম্পানি থেকে অফিসিয়াল লঞ্চ হওয়ার তারিখ 11 মার্চ রাখা হয়েছে। IQOO এর পক্ষ থেকে এই সম্পর্কে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটিতে উন্নত ফিচার সমৃদ্ধ ক্যামেরা রয়েছে। সম্ভবত এটি Neo 9 Pro এর একটি আপডেটেড সংস্করণ হতে চলেছে। এছাড়াও এই ফোনে রয়েছে মুনলাইট টাইটেনিয়াম এবং রেসিং ব্লু রঙের সুবিধা। বাজারে গণ্ডির দাম রয়েছে আনুমানিকিভাবে 45,000 টাকার কাছাকাছি।

Nothing Phone 3a :- এই ফোনটি লঞ্চ হতে চলেছে ফোর্থ মার্চ। এই লাইনআপের মধ্যে দুটি মডেল থাকতে পারে। একটি 3a এবং অন্যটি 3a Pro. বাজারে এই ফোনের দাম রয়েছে আনুমানিক 30000 টাকার নীচে। প্রো মডেলটির দাম সম্ভবত 30,000 টাকার নীচে এবং অপর দিকে স্ট্যান্ডার্ড 3a মডেলটির দাম 25,000 টাকার নিচে রয়েছে।

Xiaomi 15 Ultra :- কোম্পানি থেকে এই ফোনটি লঞ্চ হতে চলেছে দোসরা মার্চ। গ্লোবাল মার্কেটে প্রথমে এই ফোনটি লঞ্চ হবে। মার্চ মাসের 2 তারিখে গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হতে চলেছে। এই ফোনটির দাম বাজারে অনেকটাই বেশি রয়েছে। এই ফোনটির বাজারে দাম রয়েছে 99999 টাকা।

Samsung Galaxy A Series : স্যামসাঙ কোম্পানির পক্ষ থেকে তিনটি নতুন গ্যালেক্সি এ সিরিজ মডেল বাজারে লঞ্চ হতে চলেছে। এই গুলো হলো A36, A56 এবং A26. এটি লঞ্চ হতে চলেছে ২ রা মার্চ। এই ফোন গুলোতে একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে যেই গুলো অনেক উন্নত মানের সুবিধা দেবে। তাই এর মধ্যে থেকে আপনার পছন্দ ও দাম অনুসারে কোনটি ভালো সেই ফোন কিনে নিন।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন