বাজার খুলতেই মগডালে Sensex ও Nifty50, কী কারণে স্টক মার্কেটের এই বিপুল বৃদ্ধি? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনই বিপুল বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারের। সোমবার বাজার খোলার পরই লাফিয়ে বাড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি৫০।

সোমবার সকালে সেনসেক্স প্রায় ১১০০ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছিল ৮১ হাজার ৭৬৫ পয়েন্টে। অন্য দিকে নিফটি৫০ প্রায় ১.৬ শতাংশ বেড়ে পৌঁছেছিল ২৫ হাজার ২২ পয়েন্টে। বেলা ১১টার সময় সেনসেক্স রয়েছে ৮১ হাজার ৫৩৯ পয়েন্টে। যা শেষ ক্লোজ়িংয়ের থেরে ১.১৬ শতাংশ বেশি। অন্য দিকে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৯৫৪ পয়েন্টে। যা শেষ ক্লোজ়িংয়ের থেকে ১.৩১ শতাংশ বেশি। গত কয়েক সপ্তাহের ঝিমুনি ভাব কাটিয়ে স্টক মার্কেটের তেজি হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা।

GST রিফর্মের ঘোষণা

স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি রিফর্মের কথা ঘোষণা করেছিলেন। দিওয়ালির আগেই জিএসটি-তে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থ মন্ত্রক সূত্রেও জিএসটি হার আরও সহজ-সরল করার কথা জানা গিয়েছে। জিএসটি-র হার কমলে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য সস্তা হতে পারে। যা ঘরোয়া বাজারকে চাঙ্গা করবে বলে মত বিশেষজ্ঞদের। তাই এই ঘোষণা স্বাভাবিক ভাবেই লগ্নিকারীর উৎসাহ বাড়িয়েছে।

 ভূ-রাজনৈতিক অস্থিরতা কমার ইঙ্গিত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে ১৫ অগস্ট আলাস্কায় বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে সে দিন ‘ডিল’ ফাইনাল না হলেও, এই বৈঠকের পর ইউক্রেন যুদ্ধে ইতি পড়ার সম্ভাবনা বেড়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা কমার ইঙ্গিত বাজারের বৃদ্ধির অন্যতম ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে।

কমতে পারে সেকেন্ডারি ট্যারিফ

পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন ভারত ও চিনের উপর চাপানো সেকেন্ডারি ট্যারিফ পর্যালোচনা করতে পারেন তিনি। ইউক্রেনে যুদ্ধ থামলে রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের শুল্ক কোপ থেকে মুক্তি পেতে পারে ভারত। ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যও বাজারের উত্থানের পক্ষে সহায়ক হয়েছে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা।

S&P Global-এর রিপোর্ট

আন্তর্জাতিক রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল ভারতীয় অর্থনীতির রেটিং বাড়িয়েছে। ‘BBB-‘  থেকে বাডিয়ে তা ‘BBB’ করা হয়েছে। ওই সংস্থার জানিয়েছে, ট্রাম্পের চড়া হারের শুল্কও ভারতের অর্থনীতিকে খুব বেশি চাপে ফেলতে পারবে না। দীর্ঘমেয়াদে লগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারত সবচেয়ে আকর্ষণীয় স্থান। দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত এই রিপোর্ট বাজার বৃদ্ধির পক্ষে সহায়ক ভূমিকা নিয়েছে।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- দেশে বিপদের মুখে মধ্যবিত্তরা, বিশেষজ্ঞরা কেন এমন আশংকা করছেন ? জানুন

আরও পড়ুন:- ‘প্রমাণ দিন, না হলে ক্ষমা চান’, রাহুলকে ৭ দিন সময় কমিশনের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন