Bangla News Dunia , Pallab : তাইওয়ানের (Taiwan) জল এবং আকাশসীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং অন্তত ৪৫টি যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে চিন। এদিকে চিনা (China) হানাদির ঠেকাতে ওই এলাকায় সেনা মোতায়েন করেছে তাইওয়ানও (China-Taiwan Conflict)। এনিয়ে প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
প্রসঙ্গত, গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চিনের দাবি, তাইওয়ান তাদেরই দেশের অংশ। তারা তাইওয়ানকে চিনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর ফেব্রুয়ারির গোড়ায় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দু’টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। এরপর থেকে ক্রমশ উত্তেজনা বেড়েছে ওই এলাকায়।