বাড়ছে করোনা, রেল যাত্রীদের ওপর কোন নির্দেশিকা জারি করল ভারতীয় রেল ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে ৷ এই পরিস্থিতিতে যাতায়াতের সময় যাত্রীদের মাস্ক পরার নির্দেশিকা জারি করল ভারতীয় রেল ৷ মন্ত্রকের পাশাপাশি রেলের বিভিন্ন ডিভিশনের তরফে সোশাল মিডিয়া প্ল্যাটগুলিতে কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে যাত্রীদের মাস্ক পরার আর্জি জানানো হয়েছে ৷ করোনা কালের মতো হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের কথাও মনে করিয়ে দিয়েছে রেল ৷

নর্দার্ন রেলওয়ের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “আপনি কি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন ৷ তাহলে ট্রেন যাত্রার সময় অবশ্যই মাস্ক পরুন ৷ এতে গুরুতর কোনও সংক্রমণের সম্ভাবনা কম ৷ আর আপনার যাত্রাও হবে সুরক্ষিত ৷” একই বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছে রেলের অন্য শাখাগুলি ৷

এমনিতে ট্রেনের মতো জায়গায় করোনার সংক্রমণের সম্ভাবনাও বেশি থাকে ৷ বিশেষত ভিড়ের মধ্যে এই করোনা ভাইরাস দ্রুত অন্যের দেহে সংক্রামিত হয়ে যায় ৷ তাই রেলের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ সম্প্রতি রেল কর্তৃপক্ষ একটি নির্দেশিকায় জানিয়েছে, “মাস্ক পরলে কোভিড-19 সংক্রমণের পাশাপাশি অন্য সব শ্বাসপ্রশ্বাসজনিত সংক্রমণের সম্ভাবনাও কমে যায় ৷” রবিবার সকাল 8টায় দেশের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 758 ৷

আরেকটি নির্দেশিকায় রেল কর্তৃপক্ষ প্রবীণ থেকে শুরু করে শিশুদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়েও সতর্কতা জারি করেছে ৷ এছাড়া কোনও ব্যক্তি আগে থাকতে অসুস্থ থাকলে, তার ক্ষেত্রে করোনা-সহ যে কোনও সংক্রমণ দ্রুত আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে ৷ এই দিকগুলি মাথায় রেখে সবার সুরক্ষার জন্য মাস্ক পরে ট্রেনে যাতায়াত করা উচিত বলে রেল মনে করে ৷ করোনা সংক্রমণের সাবধানবাণীর পাশাপাশি প্ল্যাটফর্ম চত্বরে এবং ট্রেনগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপরও জোর দিয়েছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:- অপারেশন সিঁদুরে কি ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধবিমান? জানালেন CDS অনিল চৌহান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন