বাড়িতে কুকুর পুষলেই নিতে হবে লাইসেন্স, অন্যথায় কড়া পদক্ষেপ। নির্দেশ পুরনিগমের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়ার কুকুরপ্রেমীদের জন্য নতুন নিয়ম। আসন্ন সেপ্টেম্বর থেকেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (HMC) এলাকায় চালু হচ্ছে ‘ডগ লাইসেন্সিং সিস্টেম’। নয়া সিস্টেমে বাড়িতে বিদেশি জাতের যে কোনও কুকুর পুষতে পুরসভা থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। এর মূল উদ্দেশ্য হল, শহরে পোষ্যদের সংখ্যা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা এবং জলাতঙ্ক সংক্রমণ রোধ করা। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কুকুরের অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন করা থাকতে হবে। এই লাইসেন্সিং সিস্টেমের মাধ্যমে সহজেই পুরো বিষয়টি ট্র্যাক করতে পারবে প্রশাসন। তাছাড়া এর ফলে নাগরিকদের মধ্যেও সচেতনতা বাড়বে। অনেকেই শখ করে বিদেশি ব্রিডের কুকুর কিনলেও সময় মতো তার টিকাকরণ করান না। এর ফলে জলাতঙ্কের সম্ভাবনা বাড়ে। সেই কারণেই এই উদ্যোগ। উল্লেখ্য, এর আগে কলকাতা পুরসভাতেও ঠিক এই একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সেই পথে হাঁটল হাওড়াও।

কারা লাইসেন্স নেবেন?
হাওড়া পুর নিগমের ডা. সুজয় চক্রবর্তী জানিয়েছেন, নতুন নিয়ম প্রথমে বিদেশি ও মিক্স ব্রিড কুকুরের মালিকদের জন্যই প্রযোজ্য। ভবিষ্যতে পোষা পাখি ও এক্সোটিক বার্ডসের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হতে পারে।
কীভাবে এই লাইসেন্স পাওয়া যাবে?
লাইসেন্স পেতে অনলাইনে আবেদন করতে হবে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে।

কুকুরের লাইসেন্সের জন্য কী কী লাগবে(হাওড়া)?

১. মালিকের আধার কার্ড।

২. কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট (মূলত অ্যান্টি রেবিস শট)

কুকুরের লাইসেন্সের ফি কত?
লাইসেন্স ফি বছরে ১৫০ টাকা। এটি প্রতি বছর রিনিউ করাতে হবে। ডা. সুজয় চক্রবর্তী জানালেন, নিয়ম না মানলে সেক্ষেত্রে মালিকদের প্রথমে সচেতন করা হবে। তাতেও হুঁশ না ফিরলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কুকুরপ্রেমী ও সমাজকর্মী রূপিন্দর সিং পারমার বলেন, ‘হাওড়া পুর নিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে নিয়ম করলেই হবে না। সেটা কঠোরভাবে প্রয়োগও করতে হবে। সরকারকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বিদেশি কুকুরের মালিক ডা. পিয়ালি ঘোষ অবশ্য অন্য প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ‘নিঃসন্দেহে ভাল উদ্যোগ। কিন্তু কুকুর হারিয়ে গেলে, তাকে খুঁজে পেতে কি এই লাইসেন্স আদৌ কোনও কাজে লাগবে?’

হাওড়া পুর নিগম জানিয়েছে, এই লাইসেন্স শুধু জনস্বাস্থ্যই নয়, পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ করতেও সাহায্য করবে। কেউ যদি বাড়িতে কুকুর রেখে তার সঙ্গে অমানবিক আচরণ করেন, তা লাইসেন্স রিনিউয়ের সময়েই ধরা পড়ে যাবে। শীঘ্রই এ বিষয়ে অ্যাওয়ারনেস ড্রাইভ শুরু হবে বলে জানিয়েছেন পুরকর্তারা।

আরও পড়ুন:- পুতিন বিদেশ গেলে তার মল, মূত্র সুটকেসে ভরে নেন দেহরক্ষীরা! আজব নিয়মের কারণ জানলে অবাক হবেন

আরও পড়ুন:- দারুন খবর। জিও গ্রাহকরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন। কিভাবে আবেদন করবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন