Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নিজেদের স্বাধের ঘর বাড়ি তৈরির সময় আমরা অনেকেই বাস্তু বিচার করাই। কিন্তু একবার বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর সেই বাস্তু শাস্ত্রের নিয়ম বা নীতি অনেক জিনিসের কথা আমরা ভুলে যাই। এমন অনেকে আছেন, যারা খুবই প্রকৃতি প্রেমী। তারা বাড়িতেই বাগান পরিচর্যা করতে পছন্দ করেন। অনেক সময় নির্দিষ্ট জায়গার অভাবে বাড়িতে বা ছাদে টবে নানা রকমের ফুল ফলের গাছ লাগান। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু কিছু গাছ আছে, যেগুলো কখনই বাড়িতে বা বাস্তুর মধ্যে একদমই লাগানো উচিত নয়। তাহলে সংসারে নেমে আসে মারাত্বক বিপদ বা বিপর্যয়। জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন গাছ বাড়িতে লাগানো উচিত নয়। দেখুন একনজরে —
আরো পড়ুন :- কঠোর পরিশ্রমের পরেও মিলছে না সফলতা ? দ্রুত ফল পেতে এই প্রতিকার গুলো করুন
১. কুল গাছ বাড়িতে থাকলে লক্ষ্মীর দেবীর বাস উঠে যায় এমনটাই বলছেন বাস্তুশাস্ত্র। তাই বাড়িতে অশুভ শক্তিকে ডেকে না আনতে চাইলে কখনই বাড়িতে কুল গাছ লাগানো উচিত নয়।
২. যাদের বাড়ি খেজুর গাছ থাকে তারা কোনদিন দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পায় না। নানা ভাবে বিপুল অর্থ সংকটের পাশাপাশি সেই বাড়ির সবার শারীরিক অসুস্থতা লেগেই থাকে। তাই বাস্তু মতে বাড়িতে খেজুর গাছ না লাগানোই ভালো।
২. তেঁতুলের স্বাদ যেমন খুবই টক, তেমনি এই গাছ বাড়িতে লাগালে বাড়ির সবার আয় উন্নতিতে সমস্যা হয়। সকল সদস্যদের শারীরিক সমস্যাও দেখা দেয়। তাই বাড়িতে এই গাছ না লাগানো ভালো।
আরো পড়ুন :- এই রাশির জাতকদের ২০২২ সাল দারুন কাটবে , দেখুন আপনার রাশি আছে কি না
৩. সবাই জানেন বাঁশ গাছ অত্যন্ত উপযোগী হলেও কিন্তু এটা বাড়িতে লাগালে নানা প্রকার সমস্যা আপনার পেছন ছাড়তে চাইবে না।
৪. তাল গাছ বাড়ির সুখ ও শান্তি নষ্ট করে এবং পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকার অশান্তির সঞ্চার ঘটায়। তাই এই গাছ বাড়িতে না লাগানোই ভালো।
৫. সেওরা গাছও আপনার বাড়িতে নানা রকমের ঝামেলা নিয়ে আসে। বলা হয় এখানে অশুভ শক্তির সঞ্চার হয়। তাই এই গাছ বাড়িতে লাগাবেন না।
আরো পড়ুন :- বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে জানুন
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল