বাড়িতে কোন কোন দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় ? দেখুন বাস্তুর নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই। আরাধ্য দেবতার ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো যায়। তবে এমনও অনেক দেবতার মূর্তি আছে যা বাড়িতে রাখতে নেই। এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিত  ভরিয়ে তুলতে পারে। কোন সেই দেবতা ? জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে এই ৫ দেবদেবীর মুর্তি বা ছবি ঘরে রাখবেন না।

আরো পড়ুন :- বাড়িতে এই ৪ টি জিনিস থাকলে অর্থভাব হয় না, অর্থ ভাগ্য থাকে তুঙ্গে

১. বাড়িতে ভুল করেও শ্মশান কালির ছবি বা মূর্তি রাখবেন না। তান্ত্রিকগণ এই দেবীর পুজো করে থাকেন। বাড়িতে এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয়। দেবী শ্মশান কালী খুবই জাগ্রত, তাই দেবীকে রুষ্ট করা কখনওই উচিত্‍ নয়। এই ধরনের ছবি বা মূর্তির পুজো করলে তা অমঙ্গল ডেকে আনে।

২. হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে ভুল করেও একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখবেন না। এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। অর্থনৈতিক সম্বৃদ্ধির পদও আঁটকে যায়। ফলে টাকা পয়সা সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে।

 

 

 

৩. শাস্ত্রমতে বাড়িতে একসঙ্গে দুইটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত। এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে। দুইটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায়। তাই বাড়িতে ভুল করেও দুইটি শিবলিঙ্গ একসাথে রাখবেন না।

৪. বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না। ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী। তন্ত্র গ্রন্থে তাকে বৃদ্ধা ও কুত্‍সিত বিধবা রুপে বর্ণনা করা হয়েছে। তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন।

৫. কোনও দেবতার ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন। বাস্তুমতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি।

আরো পড়ুন :- খুব শিগগির এই ৪ রাশির মানুষদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন