বাড়িতে কোন কোন পশু-পাখি পোষা শুভ ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অনেকে বাড়িতে পশু পাখি রাখতে পছন্দ করেন। বেশিরভাগ মানুষই বাড়িতে কুকুর রাখতে পছন্দ করেন। পাশাপাশি মাছ চাষের শখও রয়েছে কারও কারও। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পশু রাখলে সুখ আসে। ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। এমন পরিস্থিতিতে জেনে নিন কোন কোন প্রাণী বাড়িতে রাখা শুভ। দেখুন একনজরে ?

১. কুকুরকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ মানুষই পছন্দ করে। কালো কুকুর সবচেয়ে দরকারী বলে প্রমাণিত। কালো কুকুরকে খাবার দিলে শনি গ্রহও শক্তিশালী হয়।

২. ঘোড়াকে ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘোড়া পালন করা শুভ বলে মনে করা হয়। টাকা পয়সার অভাব কখনওই হয় না।

loan

৩. পাখিদের মধ্যে তোতাপাখি পালন করা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তোতাপাখি যেকোনও সংকট আগে থেকেই টের পায়।

৪. খরগোশকেও শুভ বলে মনে করা হয়, এটি পালন করলে ঘরে সমৃদ্ধি আসে।

৫. বাড়িতে মাছ রাখাও খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘর থেকে নেগেটিভ শক্তি চলে যায় এবং সুখ শান্তি ফিরে আসে।

৬. বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে বাস্তব বা ধাতুর তৈরি ব্যাঙ রাখলে তা ইতিবাচক বলে মনে করা হয়। এটি বাড়ির সদস্যদের রোগ থেকে দূরে রাখে।

৭. গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। গরু পালন করলে ঘরে যেমন ঝামেলা হয় না।

৮. কচ্ছপ রাখা খুবই শুভ। যেহেতু এটি ভগবান বিষ্ণুর দশাবতার গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়, তাই এটি লক্ষ্মীর প্রতিনিধি হিসাবেও বিবেচিত হয়। এটি রাখলে ঘরে কখনই অর্থের অভাব হয় না। ঘরে তামার কচ্ছপ রাখলে সমৃদ্ধি আসে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন