বাড়িতে খুব আরশোলার উপদ্রব ? দূর করার সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-  আরশোলা এক ধরনের ক্ষতিকর পোকা। ইহা যাবতীয় ময়লা, আবর্জনা ও অন্ধকার পরিবেশে বাস। তাছাড়া এরা ঘর বাড়ির আনাচে কানাচে থাকে আর রাতে বেরিয়ে নানা ক্ষতিকর কাজ করে। আরশোলা খাবারে বসে সেটাকে দূষিত করে। রোগ জীবাণু ছড়াতে একেবারে সিদ্ধহস্ত।

আর আজকের দিনে আরশোলার উপদ্রব রয়েছে প্রায় সবার বাড়িতেই। আজ জানবো, ইহার উপদ্রব বন্ধ করার সহজ কিছু উপায় ——–

১. আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই তেজপাত গুড়ো করে যেখানে উপদ্রব রয়েছে সেই স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখুন। কয়েকদিন করুন দেখবেন বাড়িতে উপদ্রব কমে যাবে।

২. অ্যামোনিয়া জাতীয় রাসায়নিক যদিও এর গন্ধটা উৎকট। কিন্তু উপদ্রব বন্ধ করতে ঘরের আনাচে-কানাচেতে ছড়িয়ে দিন।

৩. বেকিং সোডার গন্ধ আরশোলা একেবারেই সহ্য করতে পারে না। সম পরিমাণ চিনি ও বেকিং সোডা একত্রে মিশিয়ে যেখানে তেলাপোকার উপদ্রব রয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখুন। পালিয়ে যেতে বাধ্য।

৪. একটি পাত্রে এক লিটার জল নিন তাতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের বাটা এবং এক  চামচ গোলমরিচের গুড়া দিয়ে মিশিয়ে নিন। এবার সেই সব স্থানে আরশোলার উপদ্রব রয়েছে সেখানে স্প্রে করে দিন।

৫. দোকান থেকে লাল বা কালো হিট এনে ঘরের আনাচে কানাচে বেশি করে স্প্রে করুন দেখবেন পালিয়ে যেতে বাধ্য হবে।

এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।

” আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন অব্যাহত। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন