বাড়িতে জুয়ার আসর বসিয়ে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি, উদ্ধার ২ লক্ষ টাকা 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ধর্মতলায় ২১ জুলায়ের সমাবেশে না গিয়ে বাড়িতে জুয়ার আসর বসিয়ে গ্রেপ্তার হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সোমবার রাতে তৃণমূল নেতা সহ মোট ৮ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম বলাই দত্ত। তিনি বহরমপুরের মণীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ হানা দেয় বহরমপুর থানার অন্তর্গত বানজেটিয়ায় তৃণমূল নেতা বলাই দত্তের বাড়িতে। তৃণমূল নেতা নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়ে ছিলেন বলে অভিযোগ। সেখান থেকে অঞ্চল সভাপতি বলাই দত্ত-সহ গ্রেপ্তার করা হয় ৮ জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আটজন ব্যক্তি সেই সময় বাড়িতে বসে জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে দু’লক্ষ নগদ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাই দত্ত নিয়মিতভাবে তার বাড়িতে জুয়ার আসর বসাতেন। বলাই দত্ত প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার দরুন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি কেউই। তবে নিয়মিত জুয়ার আসর বসানোর জন্য স্থানীয় বাসিন্দাদের যথেষ্টই ক্ষোভ ছিল তার ওপর।

স্থানীয় বাসিন্দা অনীক দাস জানান, ‘অঞ্চল সভাপতি হিসেবে বলাই দত্তের এলাকায় যথেষ্টই প্রতিপত্তি রয়েছে। তার বাড়িতে প্রতিদিনই চেনা অচেনা মানুষের আনাগোনা লেগে থাকতো। শোনা যায়, নিয়মিতভাবেই তার বাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসে ও লাখ লাখ টাকার লেনদেন চলে। কিন্তু তৃণমূলের নেতা হওয়ায় আমরা কেউই কোনওদিন প্রতিবাদ জানাতে পারিনি।’

পুলিশ সূত্রের খবর, ধৃতদের মঙ্গলবার বহরমপুর এসিজিএম আদালতে পেশ করা হয়েছে। অঞ্চল সভাপতি বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে আইজুদ্দিনবাবু, বলাই দত্তকে ওই অঞ্চলের সভাপতি পদে নিযুক্ত করেছিলেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন