Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আচমকা গায়ের ওপর টিকটিকি এসে পড়া খুবই সাধারণ একটা ব্যাপার। যদিও এই অভিজ্ঞতার মুখোমুখি হলে আমরা চিত্কার করে উঠি। অনেকে টিকটিকিকে এতটাই ভয় পান যে ঘরের দেওয়ালে দেখতে পেলেই সেখানে ঢুকতে চান না। টিকটিকিকে যতই ভয় পান, সত্যিটা হল ঘরের দেওয়ালে-ছাদে ঘুরে বেড়ানো এটি নিরীহ একটি প্রাণী।
টিকটিকি ঘিরে অনেকরকম ধারণা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। টিকটিকি গায়ে পড়লেই যেমন অনেকে পঞ্জিকা খুলে বসেন, অন্যদিকে কিন্তু আবার টিকটিকির থেকে নানা রকমের রোগ জীবাণুর সংক্রমণের সম্ভাবনাও থেকে যাচ্ছে।
টিকটিকি তাড়ানোর ঘরোয়া টোটকা —–
১. পেঁয়াজ, রসুনের গন্ধ পসন্দ নয় টিকটিকির। তাই যদি সম্ভব হয় ঘরের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ বা রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন। টিকটিকি পালিয়ে যাবে।
২. তামাক গুঁড়ো করে ঘন পেস্ট তৈরি করে সেটা ছোট ছোট বলের আকারে তৈরি করুন। টুথপিক এর ওপরে গেঁথে ঘরের যে সব জায়গায় বেশি টিকটিকি ঘুরে বেড়ায় সেই সব জায়গায় রেখে দিন।
৩. ন্যাপথলিনের উগ্র গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই টিকটিকি বেশি ঘুরে বেড়ায় সেখানে ন্যাপথলিন রেখে দিলে, ঘর থেকে পালিয়ে যাবে টিকটিকি।
৪. বোতলে জল নিয়ে তাতে কয়েক চামচ গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে টিকটিকির থাকার জায়গায় স্প্রে করে দিন। ফল পাবেন শীঘ্রই।
৫. ডিমের খোসার গন্ধ, জলের ছিটে টিকটিকির ইন্দ্রিয় দুর্বল করে দেয়।
৬. ঘর বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে ঘর মুছুন। টিকটিকির সঙ্গে সঙ্গে অন্যান্য কীট পতঙ্গ, পোকা মাকড়ও কম প্রবেশ করবে।
৭. ঘর সাজানোর জন্য ফুলদানিতে ময়ূরের পালকও রাখতে পারেন। আপনার ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি টিকটিকিও পালাবে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “