Bangla News Dunia, Pallab : তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট (Rajarhat)। চলল এলোপাথাড়ি গুলি। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলি চলেছে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চলেছে স্থানীয় আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তির দাবি, তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীকে ইদে নিমন্ত্রণ করেছিলেন। আর তারপরই এই গণ্ডগোল। অভিযোগ, তাপস চট্টোপাধ্যায় তাঁর বাবাকে উলটোপালটা কথা বলে। তার প্রতিবাদ করায় অন্তত ১০০ জন বাইক নিয়ে এসে তাঁদের উপর হামলা চালায়। মারধর করে। ঘরে ঢুকে গুলি চালিয়েছে।
যদিও এবিষয়ে সব্যসাচী দত্ত’র বক্তব্য, তিনি ঘটনার কথা শুনেছেন। তাঁর কথায়, ‘দুষ্কৃতীদের আলাদা কোনও পরিচয় হয় না। দুষ্কৃতীরা দুষ্কৃতীই।’ তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘রাজারহাট-নিউটাউনে সবাই আমার অনুগামী। তাঁরা কেউ দুষ্কৃতী নয়। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। পুলিশ তদন্ত করছে।’ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।