Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে। বাস্তু মেনে গৃহ নির্মাণ করলে জীবনের একাধিক সমস্যার সমাধান করা যায়। না হলে বহু চেষ্টা সত্ত্বেও নেতিবাচক শক্তির প্রভাব পরে আমাদের জীবনে। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি দিকে কোনও না-কোনও গ্রহের আধিপত্য থাকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল উত্তর-পূর্ব দিক। একে বলে ঈশান কোণ। এই কোণের সঙ্গে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক বর্তমান। বাস্তু দোষ দূর করতে কিভাবে বৃহস্পতিকে মজবুত করবেন জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
ঈশান কোণের অধিপতি বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ধর্মীয় কাজ, আধ্যাত্মিকতার গ্রহ। উত্তর-পূর্ব দিকটি জ্ঞান ও ধর্মের দিক। এই দিকে দোষ থাকলে ব্যক্তি নাস্তিক হয়। পূজার্চনায় মনোনিবেশ করে না। বিবাহে বিলম্ব দেখা যায়।
ঈশান কোণে কী কী রাখবেন —-
জলপাত্র রাখা যেতে পারে। উত্তর-পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার শুভ। ফলে বাস্তু দোষ সৃষ্টি হয় না এবং সেই পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হয়।
ঈশান কোণকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। ঈশান কোণে শৌচালয় তৈরি করবেন না। কখনও লোহার বস্তু রাখতে নেই। ডাস্টবিন, আবর্জনাও এ দিকে যাতে না-থাকে লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতিবার সকালে ঠাকুরঘরে বৃহস্পতি যন্ত্র স্থাপন করুন। ফলে বৃহস্পতির আশীর্বাদ পাবেন। এরই সাথে প্রতি বৃহস্পতিবার মা লক্ষীর পুজো করুন আর্থিক দিক উন্নতি হবে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)