বাড়িতে বসে অতিরিক্ত রোজকার করতে চান ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা আবহে অনেককেই অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। চাকরি গিয়েছে অনেকের। আবার কোপ পড়েছে পারিশ্রমিকের উপর। তাই অতিরিক্ত রোজগারের সম্ভাবনা এলে মন্দ হয় না আমাদেরদের জন্য। কিন্তু অতিমারির এই চোখ রাঙানির সময় অতিরিক্ত রোজগার কী ভাবে? খুব সহজ স্মার্টফোনের সাহায্যে !

একবিংশ শতক ইন্টারনেটের যুগ। ঘরে বসে ইন্টারনেট ঘেঁটেই কয়েকশো মাইল পাড়ি দেওয়া সম্ভব আমাদের পক্ষে। কাজেই স্মার্টফোনের মাধ্যমে রোজগারও আর খুব দূরতম নয়। বরং খুব সহজেই নিজের পছন্দমত কাজ করে রোজগার করা সম্ভব। কাজে সন্তুষ্টি আছে। পাশাপাশি আছে অতিরিক্ত রোজগারের সুযোগ। ঘরে বসে ঠিক কী ধরণের কাজ করা সম্ভব আমাদের পক্ষে? বাড়িতে স্রেফ একটা স্মার্টফোন থাকলেই আপনি চট করে এই কাজ গুলি করে ফেলতে পারেন। দেখুন একনজরে —–

avilo home

গেমিং এর দুনিয়ার মত আকর্ষণীয় কিছু বোধহয় খুব কমই রয়েছে। স্মার্টফোন হোক বা কম্পিউটার গেমে মজে আট থেকে আশি সকলেই। অতিমারির সামাজিক দূরত্ববিধির সৌজন্যে এখন আরও অনেকেই মজেছেন গেমিং এ। এই সুযোগই কাজে লাগানো যেতে পারে। বাড়িতে বসে গেম টেস্টিং করে বেশ টু-পাইস রোজগার করা সম্ভব।

বর্তমানে গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ্লিকেশনে আছে যেগুলি থেকে আপনি গেম খেলে টাকা রোজগার করতে পারেন। আপনি যদি এই অ্যাপ্লিকেশনের রেজিস্টার্ড ইউজার হয়ে থাকেন– আপনাকে নানারকম অ্যাপ্লিকেশন সুযোগ দেবে বাড়ি বসেই গেম টেস্টিং-র। আপনার যদি স্মার্টফোন থাকে তবে বাড়ি বসে গেম টেস্ট করতে পারেন। আপনি যদি স্রেফ গেম খেলেন তবেও আপনি বেশ মোটা টাকা রোজগার করতে পারেন। বর্তমানে রামি থেকে শুরু করে বিভিন্ন গেম খেলেই আপনি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।

অনলাইন সার্ভে করতে পারেন

গেমিং ছাড়াও অর্থ উপার্জন করার অন্যতম বড় পথ অনলাইন সার্ভে করা। বিভিন্ন কোম্পানি বর্তমানে অনলাইন সার্ভে করার সুযোগ করে দিয়েছ। সেই কোম্পানির হয়ে অনলাইন সার্ভে করে মাসে একটা বড় টাকা রোজগার করতে পারেন। আপনার সহায়ক হতে পারে Google Play Store. এখানে নানারকম অ্যাপ্লিকেশন পাওয়া যায়। সেই অ্যাপ্লিকেশন ইউজারদের এই সার্ভে করার জন্য টাকা দিয়ে থাকে। দিনে 800-1500 এবং মাসে 45 হাজার থেকে 50 হাজার পর্যন্ত টাকা আপনি রোজগার করতে পারেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন