Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আধার কার্ড সংশোধন নিয়ে অনেক মানুষই নাজেহাল। এগুলি সহজে সংশোধন করার জন্য সেন্টারের খোঁজেই হন্যে অনেকে। তবে এই কাজ নিজে করতে পারবেন অর্থাৎ Aadhaar Self-service Update Portal-র মাধ্যমে। আপনি এর মাধ্যমেই সংশোধন করা যাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ভাষা ও ঠিকানা। এর জন্য দিতে হবে চার্জ। জানিয়ে দিয়েছে Unique Identification Authority of India বা UIDAI।
আধার কার্ডে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ও ভাষা পরিবর্তন করতে গেলে অনলাইনে লগ ইন করতে হবে Aadhaar Self-service Update Portal-এ। প্রতিটি ক্ষেত্রে সংশোধনের জন্য দিতে হবে ৫০ টাকা। একাধিক সংশোধনের জন্যও লাগবে ওই ৫০ টাকা।
কী কী নথি লাগবে ——-
নাম সংশোধনের জন্য লাগবে যেকোন আইডেন্টিটি প্রুফের স্ক্যান কপি। জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি। লিঙ্গ সংশোধনের জন্য প্রয়োজন মোবাইলে পাঠানো ওটিপি। ঠিকানা বদলের জন্য লাগবে অ্যাড্রেস প্রুফের স্ক্যান করা কপি। ভাষা পরিবর্তনের জন্য কোনও নথি লাগবে না।
“https://ssup.uidai.gov.in/ssup/” লিঙ্কে ক্লিক করে আপডেট করা যেতে পারে।
আধার সংশোধনের আগে প্রয়োজন আধারে দেওয়া মোবাইল নম্বর। সংশোধন করতে গেলে ওই নম্বরেই আসবে ওটিপি। তবে পরিবারে প্রধান, বায়োমেট্রিক আপডেটের জন্য যেতে হবে যেকোনো আধার সেবা কেন্দ্রে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি : মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।