বাড়িতে বসে সহজেই করুন আধার-প্যান কার্ড লিঙ্ক , দেখুন পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গত ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার সময় সীমা পিছিয়েছিল। করোনা পরিস্থিতিতে আবার পিছিয়ে গেল।

আগামী ৩১ মার্চ ২০২২ নতুন ডেডলাইন। তার মধ্যে আধার-প্যান কার্ড সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে। মার্চ মাসে অনেকে একসঙ্গে লিঙ্ক করানোর চেষ্টা করতে পারেন। সার্ভারে চাপ পরে সমস্যা হতে পারে। তাই সময় থাকতেই আধার-প্যান কার্ডের লিঙ্ক সেরে ফেলুন। বাড়িতে ইন্টারনেটসহ স্মার্ট ফোন বা কম্পিউটার হলেই হবে। এই কাজ আপনি সাইবার ক্যাফেতেও করতে পারেন।

প্যান কার্ডের সঙ্গে ব্যাঙ্কিংয়ের সমস্ত কিছু জড়িয়ে। আর তার সঙ্গে যুক্ত হবে আধার। সময়ের মধ্যে লিঙ্ক না করালে পরে ব্যাংকের টাকা লেনদেনে সমস্যা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িক অকেজোও হয়ে যেতে পারে। কীভাবে আধার-প্যান কার্ড লিঙ্ক করবেন ?

প্রথমে ব্রাউজারে আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। হোম পেজে Quick Links বলে একটি সেকশন পাবেন।

সেখানে গিয়ে Link Aadhaar বলে অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট স্থানে সঠিক আধার নম্বর ও প্যান নম্বর ভরুন। নিজের নাম দিন।

ক্যাপচা ভরুন। তারপর সাবমিট করুন অর্থাৎ Link Aadhaar-এ ক্লিক করুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন