বাড়িতে “মানি প্লান্ট” লাগিয়েছেন ? মেনে চলুন বিশেষ নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাড়িকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে নানা ব্যবস্থা করেন সকলে। বর্তমানে বাড়ি তৈরি করেন সকলেই বাস্তু শাস্ত্র মেনে চলছে। সুখ সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু মেনে চলাকে জরুরি। আবার যদি বাড়িতে বাস্তু দোষ থেকে গেলে তা দূর করারও চেষ্টা করেন সকলে। বাস্তু দোষ দূর করার একটি উপায় হল বাড়িতে গাছ বা চারা লাগানো। বাস্তু শাস্ত্রে একটি গাছের উল্লেখ পাওয়া যায়, যা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবারের উন্নতিতে ভূমিকা পালন করে। এই গাছটি হল মানি প্লান্ট।

avilo home

মানি প্লান্ট লাগালে একাধিক বাস্তু দোষের নিবারণ হয়। বাস্তু শাস্ত্রে গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। মানি প্লান্ট বাড়িতে কোথায়, কোন দিকে রাখা উচিত, বাস্তু শাস্ত্রে নিয়ম জানানো হয়েছে। সেই নিয়ম পালন করে বাড়িতে মানি প্লান্ট লাগালে ভাগ্যোদয় সম্ভব —-

১. বাস্তু শাস্ত্র মতে, বাড়ির অগ্নি কোণে মানি প্লান্ট লাগানো উচিত। বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং আর্থিক গতিবিধিতে লাভ হবে। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানি প্লান্ট রাখা অত্যন্ত শুভ। দক্ষিণ-পূর্ব গণেশের দিক। মানি প্লান্ট রাখলে পরিবারের সদস্যদের ভাগ্যোন্নতি এবং আর্থিক লাভ হয়।

২. তবে বাড়ির উত্তর-পূর্ব দিকে ভুলেও মানি প্লান্ট রাখতে নেই। বাড়িতে নেতিবাচক শক্তির বাস হয়। শুক্র ও বৃহস্পতি একে অপরের বিরোধী। তাই উত্তর-পূর্ব দিকে মানি প্লান্ট লাগালে নানান অশুভ ঘটনা ঘটতে পারে।

৩. বাড়ির পূর্ব ও পশ্চিম দিকেও কখনও মানি প্লান্ট লাগানো উচিত নয়। মানি প্লান্ট লাগালে পরিবারের সদস্যদর মধ্যে মানসিক অবসাদের জন্ম হয়। মানি প্লান্টের পাতা যাতে মেঝে স্পর্শ না-করে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

৪. কোনও দড়ি বা লাঠির সাহায্যে ওপরের দিকে মানি প্লান্ট বেঁধেও রাখতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। জল দেওয়ার সময় এতে কয়েক ফোটা দুধ মিশিয়ে দিন। ধন অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। রবিবার মানি প্লান্টে জল দেওয়া উচিত নয়।

৫. বাড়ির বাইরে কখনও মানি প্লান্ট লাগাবেন না। মানি প্লান্ট টাকা ও ভাগ্যের প্রতীক। তাই একে বাড়ির বাইরে লাগানো উচিত নয়। আবার বাস্তু অনুযায়ী কারও কু-নজর লাগলে মানি প্লান্ট শুকিয়ে যেতে পারে। একে সব সময় বাড়ির ভিতরে লাগানো উচিত।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন