বাড়িতে রাখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিষ , পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ফেং শুই শাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা বাড়িতে রাখলে শুভ ফল বিস্তার করে থাকে। এই বস্তু গুলি বাড়িতে উপস্থিত নানান অশুভ শক্তি দূর করে এবং শুভ শক্তির সঞ্চার ঘটায়। পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হয় এবং ব্যক্তির জীবন হয় উন্নত ও সমৃদ্ধ। এখানে এমন ১০টি বস্তু সম্পর্কে জানানো হল, যা বাড়িতে রাখা শুভ। দেখে নিন এক নজরে ——

১. বাস্তু অনুযায়ী ঘোড়া উন্নতির প্রতীক। ব্যবসা বা কেরিয়ারে উন্নতি করতে হলে বাড়িতে ঘোড়ার মূর্তি রাখা উচিত। কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার পাশাপাশি পরিবারে সুখ সমৃদ্ধির বাস হবে।

২. বাড়িতে বাস্তু দোষ, মানসিক কষ্টও আর্থিক সমস্যা থাকলে বাড়িতে লাফিং বুদ্ধা রাখলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার বাড়িতে উপস্থিত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটানো যায়। লাফিং বুদ্ধা সৌভাগ্যের প্রতীক। এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে।

avilo home

৩. ধাতু বা মাটির কচ্ছপ রাখলে সমস্ত ধরনের দোষ দূর হয়। পাশাপাশি আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দা চললেও সেই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। একটি পাত্রে জল ভরে কচ্ছপ রাখা উচিত। কচ্ছপের মুখ থাকবে বাড়ির ভিতরের দিকে। নানান দোষ দূর হওয়ার পাশাপাশি রোগ মুক্তিও ঘটতে পারে।

৪. পারিবারিক অশান্তি চলতে থাকলে বাড়িতে ঘণ্টি টাঙিয়ে রাখতে পারেন। বাড়ির প্রবেশদ্বার বা জানালায় ঘণ্টি টাঙানো উচিত।

৫. ফেঙ্গ শুইতে বাঁশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাড়িতে বাঁশের চারাগাছ রাখলে সুখ, সমৃদ্ধি, ধন, সম্পদে বৃদ্ধি হয়। এর প্রভাবে আয়ু বৃদ্ধি ঘটে এবং স্বাস্থ্য সমস্যা দূর হয়। বাড়ির পূর্ব দিকে এটি রাখলে শীঘ্র ফলাফল লাভ করা যায়।

৬. চিনা ড্র্যাগন বাড়িতে রাখলে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি ও সমস্যা দূর হয়। ড্র্যাগন পরিবারের সদস্যদের উৎকৃষ্ট করে এবং সঠিক পথ প্রদর্শন করে।

৭. আবার ফেঙ্গ শুই মতে, কয়েন টাঙিয়ে রাখলে সৌভাগ্য, ধন ও সম্পদ লাভ করা যায়। লাল সুতোয় গাঁথা তিনটি চিনা কয়েন বাড়ির ভিতরে টাঙানো উচিত।

৮. বাড়িতে কলহ চলতে থাকলে লাভ বার্ড রাখুন। এই পাখি জোড়াকে ভালোবাসা ও স্নেহের প্রতীক মনে করা হয়। পরিবারের পরিবেশ শুদ্ধ হয় এবং ভালোবাসার সঞ্চার হয়।

৯. জোড়া মাছ বাড়িতে রাখলেও উন্নতি সম্ভব। পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে পদোন্নতি হয় এবং পড়ুয়ারা নিজের কেরিয়ারে শীঘ্র সাফল্য লাভ করতে পারে।

১০. আর্থিক সমস্যা ও অনটন দূর করার জন্য বাড়িতে পিরামিড রাখুন। বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাড়িতে সুখ, সমৃদ্ধি ও সম্পন্নতার আগমন ঘটায় পিরামিড। শীঘ্র ফল লাভের জন্য বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখবেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন