বাড়িতে শুভ কাজে নারায়ণ পূজা করেন ! অবশ্যই মানবেন এই নিয়মাবলী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : হিন্দু ধর্ম মতে প্রত্যেক দেবতার ভিন্ন ভূমিকাও রয়েছে। শক্তির জন্য মা কালীর আরাধনা করি আবার ধন-সম্পত্তির পুজিত হন মা লক্ষ্মী। বাড়িতে কোনও শুভ কাজের আগে বা গৃহপ্রবেশের সময় হিন্দু ধর্মাবলম্বীরা নারায়ণ পুজো করে থাকেন। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে বাধা-বিঘ্ন দূরে থাকে। কিন্তু তিথি-নক্ষত্র দেখে, আচার-নিয়ম মেনেই পুজোর আয়োজন করতে হয়। সত্যনারায়ণ পুজো করার সংকল্প থাকলে তা কীভাবে সম্পন্ন করবেন।

জেনে নিন এক নজরে —–

১. যে স্থানে পুজোর আয়োজন করবেন তা হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। সব পুজোর ক্ষেত্রে প্রযোজ্য। সত্যনারায়ণ পুজোর জন্য সেই জায়গাটি আলপনা দিয়ে সাজিয়ে রাখবেন।

avilo home

২. বিষ্ণুর মূর্তিটি স্নান করানোর সময় ধরবেন ডান-হাতে। বাঁ-হাত ব্যবহার করবেন না।

৩. পুজোর স্থানের আশেপাশে ধুলো বা নোংরা পায়ে ঘুরবেন না। পুজোর জায়গায় অবশ্যই পা ঢুকে প্রবেশ করবেন।

৪. ফুল, ডাব, শিষের মতো পুজোয় ব্যবহৃত সামগ্রী অন্য কারও কাছ থেকে ধারে নিয়ে পুজোয় দেবেন না।

৫. পুজোয় বসার আগে বা পুজো চলাকালীন ধূমপান, পান, গুটখা, মশলা জাতীয় জিনিস খাবেন না।

৬. সত্যনারায়ণ পুজোর দিন সকালে উপবাস করাই মঙ্গলের। পুজোর শেষে প্রসাদ খেয়ে খাবার খান।

৭. অন্যান্য পুজোর মতো সুতো দিয়ে সলতে তৈরি করবেন না। তুলো ব্যবহার করুন।

৮. ধূপে ঘি মিশিয়ে তবেই ব্যবহার করবেন।

৯. প্রসাদ তৈরির সময় ঘি ব্যবহার করুন। ডালডা কিংবা তেল দিয়ে রান্না করবেন না।

১০. পুজোর সময় নীল পোশাক না পরিধান করাই ভাল।

১১. নারায়ণের ছবির দু’পাশে দুটি পান পাতা এবং একটি করে সুপারি, কয়েন ও কলা অবশ্যই রাখবেন।

১২. বাড়িতে সত্যনারায়ণ পুজো হলে মা লক্ষ্মীকে ফুল দিতে ভুলবেন না।

১৩. নারায়ণ পুজোয় তুলসী পাতা ব্যবহার করতেই পারেন।

১৪. তবে লক্ষ্মীর ছবিতে ভুল করেও তুলসী পাতা দেবেন না।

১৫. ভক্তি ভরে পূজা করুন দেখবেন ভালো হবে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন