Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা পরীক্ষার জন্য RT-PCR পরীক্ষা এখনও পর্যন্ত ভরসাযোগ্য রাস্তা— তেমন বলেছেন বিশেষজ্ঞরা। এখন অনেকেই RT-PCR করানোর আগে বাড়িতে Rapid Antigen Test করিয়ে নিচ্ছেন। তাতে দ্রুত জেনে যাওয়া যাচ্ছে শরীরে করোনা সংক্রমণ হয়েছে কি না। এই পরীক্ষায় ১০০ শতাংশ ঠিক তথ্য আসে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি কারো শরীরে ওমিক্রন সংক্রমণ হয়? সেটাও কি একই ভাবে নাক এবং জিভ থেকে লালারস নিয়ে টেস্ট করা হয়? বিশেষজ্ঞরা বলছেন, অন্য একটি রাস্তা আছে।
আমেরিকার চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং দাবি করেছেন, নাক বা জিভের লালারসের বদলে গলা থেকে লালারস সংগ্রহ করলে, ওমিক্রন সংক্রমণ চিহ্নিত করার সম্ভাবনা বেশি। আমেরিকা এবং কানাডার স্বাস্থ্য দফতরের তরফে এখনও কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। এরিকের বক্তব্য, ওমিক্রনের ক্ষেত্রে করোনার জীবাণু অনেক বেশি মাত্রায় বাসা বাঁধে গলায়। নাক এবং জিভে এই ভাইরাস কম পাওয়া যায়। তাই গলা থেকে নমুনা সংগ্রহ করতে পারলে, ওমিক্রন চেনার সম্ভাবনা বেশি।
কয়েকটি পরামর্শ দিয়েছেন তিনি ——
১. গলা থেকে নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে খাবার বা পানীয় খাবেন না।
২. গলার একেবারে শেষ প্রান্ত দেখা যায়, সেখান থেকে নমুনা সংগ্রহ করুন। জিভের শেষ প্রান্ত থেকে করে আলাদা করে কোনও লাভ হবে না।
৩. নমুনা সংগ্রহের সময়ে গলায় যেন আঘাত না লাগে, নজর রাখতে হবে।
৪. গলা থেকে লালারস সংগ্রহ করার পরে নাক থেকেও নমুনা নিতে পারেন।
৫. গলা থেকে নমুনা সংগ্রহ করেই বেশি মাত্রায় ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। ভবিষ্যতে এই পদ্ধতিতে পরীক্ষা করার ওপরে জোর দেওয়া হবে বলে তাঁর বিশ্বাস।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল