বাড়ি বসেই LPG গ্যাস সংযোগ ! অনলাইন আবেদন করার সহজ উপায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে সরকার ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে চলেছে, আর তারই ফলস্বরূপ এখন বাড়ি বসেই নতুন LPG গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে অনলাইনে আবেদন করে। কোনো লাইন, কোনো ঝামেলা ছাড়াই আপনি নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে গ্যাস সংযোগের জন্য আবেদন করতে পারেন। নিচে ধাপে ধাপে জানানো হল কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং সকল তথ্য আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চলেছি (Liquefied Petroleum Gas).

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

অনলাইনে LPG গ্যাস সংযোগের সুবিধাগুলি

বাড়ি বসেই আবেদন করার সুবিধা, দ্রুত প্রক্রিয়া করণ এবং ট্র্যাকিং, ন্যূনতম ডকুমেন্ট বা নথিপত্রের ঝামেলা, সাবসিডি বা ভর্তুকির সুবিধা সহজে পাওয়া যায়, এই গুলোই মূলত মানুষকে আকর্ষণ করছে অনলাইন LPG সংযোগ ব্যবস্থার দিকে। আর এখন এই দৌড় ঝাপ ভরা জীবনে বসবাস করছেন আর সেই কারণের জন্য আজকে এই অনলাইন পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিতে চলেছি।

কী কী ডকুমেন্ট লাগবে?

LPG গ্যাস সংযোগ নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয় – আধার কার্ড বা ভোটার আইডি নিজের পরিচয় পত্র হিসাবে, রেশন কার্ড বা বিদ্যুৎ বিল নিজের বাসস্থান প্রমাণ হিসাবে, একটি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর ও ইমেইল আইডি। এই সকল তথ্য না দিলে বাড়িতে বসে এই কাজ করা সম্ভব হবে না।

কীভাবে আবেদন করবেন অনলাইনে?

  • প্রথমে নিজের পছন্দের গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • “New Connection” বা “Apply for New LPG Connection” অপশন সিলেক্ট করুন।
  • নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন ও OTP দিয়ে ভেরিফাই করুন।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ও ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন জমা দিন এবং রেফারেন্স নম্বর নোট করে রাখুন।

কোন গ্যাস কোম্পানি নির্বাচন করবেন?

  1. Indane (Indian Oil)
  2. Bharat Gas (Bharat Petroleum)
  3. HP Gas (Hindustan Petroleum)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন