বাড়ি বসে ফ্রিতে Spoken English শিখুন। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেরিয়ারে উন্নতি করার জন্য স্পোকেন ইংলিশ (Spoken English) কোর্স করে রাখা খুব জরুরী। আবার, আপনি যদি অনর্গল ইংরেজি বলতে পারেন তবে তা কেবলমাত্র আপনার কেরিয়ারের জন্য নয় আগামী দিনে আপনাকে ব্যক্তিগতভাবে সাহায্য করবে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সেই কারণে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জায়গায় স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হন। তবে জানেন কি, স্পোকেন ইংলিশ শেখার জন্য মাসে মাসে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। আপনি বাড়িতে বসেই পাঁচটি অ্যাপের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখে নিতে পারবেন।

Learn Spoken English Online

১) রোসেটা স্টোন

অনলাইনে বেশ জনপ্রিয় অ্যাপ এটি। সাহায্য করে অনর্গল ইংরেজি বলতে। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, ভাষা শেখার জন্য প্রচুর এই অ্যাপ্লিকেশন কিন্তু ভীষণ কার্যকরী। এই অ্যাপে স্পিকিং ভিত্তিক একাধিক কোর্স এবং লেসন রয়েছে। পাশাপাশি, ইনস্ট্যান্ট উচ্চারণ ফিডব্যাক দেওয়া হয় অ্যাপে। এই অ্যাপ্লিকেশন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন

২) মেমরাইস

স্পোকেন ইংলিশ শেখার অ্যাপ হিসেবে জনপ্রিয় অ্যাপ হল মেমরাইস। এই বিশেষ অ্যাপ্লিকেশনটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে শিখতে পারবেন। ইউজারদের জন্য এতে রয়েছে এআই চালিত ভিডিয়ো। এই ভিডিয়ো গুলো দেখলে দ্রুত অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা রপ্ত করতে পারবেন। প্রায় ১ কোটির বেশি মানুষ ইতিমধ্যে এই অ্যাপ ব্যবহার করছেন।

৩) ডুওলিঙ্গো

স্পোকেন ইংলিশ শেখার জন্য তুমুল জনপ্রিয় অ্যাপ (Spoken English App) হল এটি। 50 কোটির বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন। এই অ্যাপে আপনি শিখতে পারবেন 40টিরও বেশি ভাষা। যার মধ্যে রয়েছে ইংরেজিও। ডুওলিঙ্গো এপ্লিকেশনটি ব্যবহার করে স্পিকিং, রাইডিং ও রাইটিং সব শেখা সম্ভব। এই অ্যাপে অন্য ইউজারের সঙ্গে আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন। এতে আপনার প্র্যাকটিস হবে। অ্যাপে পাবেন ফ্রি কোর্স এবং রিওয়ার্ডস। এর পাশাপাশি, প্রচুর ফিচারও রয়েছে এতে।

৪) বুসু : লার্ন ও স্পিক

এই একটি নামকরা অ্যাপ। বুসু অ্যাপে আপনি উঠতে পারবেন স্প্যানিশ, ফ্রেঞ্চ, এবং জাপানি ভাষা। পাশাপাশি ইংরেজি ভাষাও রপ্ত করা যাবে। এই অ্যাপে রয়েছে লার্নিং ও স্পিকিং দুই কোর্স। ইতিমধ্যে, অ্যাপটি ডাউনলোড করেছেন 1 কোটির বেশি মানুষ।

৫) বাবেল

এবার আসা যাক স্পোকেন ইংলিশ শেখার জন্য অন্যতম ভরসাযোগ্য অ্যাপ বাবেলের বিষয়ে। বিশ্বজুড়ে প্রায় ৫ কোটির বেশি মানুষের ভরসা হয়ে উঠেছে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয়েছে বিশেষজ্ঞদের দ্বারা। মাত্র 15 মিনিটের লার্নিং কোর্সও রয়েছে বাবেল অ্যাপে। ইংরেজি তো শিখতে পারবেনই। তাছাড়াও শিখতে পারবেন অন্যান্য ভাষা যেমন স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং জার্মান। এই অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।

আরও পড়ুন:- ক্রমশ মুখ ঢেকে যাচ্ছে নেকড়ার মত লোমে, কোন রোগের শিকার কিশোর ললিত ?

আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন