Bangla News Dunia, Pallab : রমজান মাসের শেষে এবার বড় খবর। সাধারণত ইদের দিন জাতীয় ছুটি (Eid Holiday) হিসেবে গণ্য হয়। ফলে এই দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকে। তবে ২০২৫ সালের ইদের দিন ৩১শে মার্চ পড়ায় সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ করে ব্যাংক, বীমা সংস্থা এবং আয়কর দপ্তরের কর্মীদের অফিসে যেতে হবে। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল? চলুন জেনে নিই।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
অর্থ বছরের শেষ দিনে জরুরী লেনদেন
৩১শে মার্চ হল অর্থ বছরের শেষ দিন। কারণ ১লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। আর এই দিন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির লেনদেনের চাপ তুঙ্গে থাকবে। বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা, কর দাখিল, বীমা সংস্থা, হিসাব নিকাশের কাজ ঐদিন সব থেকে বেশি থাকবে।
তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে, ৩১শে মার্চ সব ব্যাংক খোলা রাখতে হবে। প্রথমে শুধুমাত্র মিজোরাম এবং হিমাচল প্রদেশে ব্যাংক খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু দেশের সব রাজ্যে এবার এই নিয়ম চালু করা হয়েছে।
৩১শে মার্চ কী কী কাজ করা যাবে?
যদিও এইদিন ব্যাংক খোলা থাকবে। তবে সীমিত পরিষেবা দেওয়া হবে ব্যাংকগুলোতে। জানা যাচ্ছে, শুধুমাত্র বিভিন্ন সরকারি লেনদেন, কর প্রদান এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লেনদেনগুলিই করা যাবে।
আয়কর, জিএসটি, কাস্টমস এবং আফগারি শুল্ক সংক্রান্ত পেমেন্ট করা যাবে। পাশাপাশি সরকারি ভাতা এবং পেনশন বিতরণ করা হবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে এই দিন।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন