বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা ?’ পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ! কী বলছে পর্ষদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : চলতি বছরের মত এ বছরেও ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। ইতিমধ্যেই যখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দোরগোড়ায় রয়েছে এবং দীর্ঘ অপেক্ষায় রয়েছে পরীক্ষার্থীরা, সেখানে হঠাৎ করেই ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর তথ্য, এই তথ্য অনুযায়ী এবার নাকি বাতিল করা হয়েছে এবারের বোর্ড পরীক্ষার উত্তরপত্র! এর পাশাপাশি আরও বলা হয়েছে নতুন করে নাকি ফের পরীক্ষা দিতে হতে পারে ছাত্রছাত্রীদের! এই খবরে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। যারা যারা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সকলের মনেই এই নিয়ে গভীর প্রশ্ন। কিন্তু এই দাবির পিছনে কতটা সত্যতা রয়েছে? আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লে আপনারা এর সত্যতা জেনে নিতে পারবেন।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

ভাইরাল ছবিতে কী দাবি করা হয়েছে?

সম্প্রতি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে— “২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল। নতুন করে পরীক্ষা দিতে হবে। জানাল শিক্ষক সংগঠন।” এই তথ্যের পাশাপাশি আরও বলা হয়েছে পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা।

এসএসসি মামলার রায় ও তার প্রভাব

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে চাকরিপ্রাপ্ত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। এর ফলে রাজ্যের বহু স্কুলে শিক্ষকের অভাব দেখা দিয়েছে, এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষক প্রায় শূন্য হয়ে গিয়েছে এবং দু একজন শিক্ষক দ্বারা সমগ্র স্কুল পরিচালনা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, যার ফলে অনেক চাকরিচ্যুত শিক্ষক আর খাতা দেখতে চাইছেন না। তবে জানা গিয়েছে যাদের চাকরি চলে গিয়েছে তারা অনেকেই খাতা বোর্ডের কাছে ফিরিয়ে দিচ্ছেন।

ভাইরাল পোস্ট কি সত্য? কী বলছে সংসদ ও পর্ষদ?

পর্ষদের তরফ থেকে বলা হয়েছে এই ভাইরাল ছবিটি সম্পূর্ণভাবে ভুয়ো, এটি যে ভুয়ো ছবিটি দেখেই বোঝা যাচ্ছে। ওই ছবিটার মধ্যে যে ফ্রন্ট ও ভাষা ব্যবহার করা হয়েছে সেটি কোন সংবাদমাধ্যম ব্যবহার করে না। পর্ষদের তরফ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি এর পাশাপাশি নতুন করে পরীক্ষা হবে বা খাতা বাতিল হবে এমন কোন প্রশ্নই উঠে না।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন