বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা ? SSC মামলার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

madhyamik exam

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল?

তাহলে এবারে খাতাই বা কে দেখবে আর রেজাল্ট কীভাবে প্রকাশিত হবে সেই নিয়ে সমগ্র রাজ্য জুড়ে নানা ধরণের কানা ঘুষো চলছে। আর এই দুই পরীক্ষার খাতা বাতিল করে দেওয়া হবে বলে কিছু দিন ধরে খবর নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই কারণের জন্যই সকলের মনে এক চিন্তার ভাজ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এবারে কি হতে চলেছে?

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

WBBSE Madhyamik Exam & WBCHSE HS Exam

সেই সকল ভাইরাল পোস্ট (Viral Post) গুলোতে লেখা হয়েছে যে ২০২৫ সালের মাধ্যমিক HS পরীক্ষার খাতা বাতিল, ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে! এরই সঙ্গে আরও লেখা হয়েছে যে কিছু শিক্ষক সংগঠনের তরফে এমন জানানো হয়েছে। আর এই রকমের পোস্ট দেখতে দেখতে ভাইরাল হয়ে পৌঁছে গেছে সকলের কাছে এবং এইবারের পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা এই পোস্ট দেখে রীতিমত চিন্তায় পরে গেছেন।

সত্যি আবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে?

কিন্তু আধিকারিক ভাবে বা সরকারি পক্ষ থেকে এমন কোন ঘোষণা হয়নি তাই এই সকল পোস্ট যে সম্পূর্ণ রূপে ভুয়ো সেই কথা বলা আর অপেক্ষা থাকে না। মুলত SSC চাকরি বাতিলের ফলেই এই রকমের হাজার কথা বার্তা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ২৬০০০ চাকরি বাতিলের পর থেকে অনেকেই মনে করছেন যে পর্যাপ্ত শিক্ষক কোথায় এই খাতা দেখার জন্য? তাই এই রকমের খবর রটছে।

কিন্তু এই নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে এখন কোন কিছু জানানো হয়নি। তবে সংসদের তরফে বলা হয়েছে যেই সকল শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি চলে গেছে তারা চাইলে খাতা দেখতে পারে বা না চাইলে সেই খাতা ফেরত দিয়ে দিতে পারে। সেই সকল খাতা গুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হবে দেখার জন্য। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন