Bangla News Dunia, Pallab : আধার কার্ড ও প্যান কার্ড (Pan Card) কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা আলাদা করে বলার নয়। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই এই ডকুমেন্ট প্রয়োজন হয়। তবে এবার এই প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম জারি হতে চলেছে। আসলে এই নিয়ম আগের থেকেই ছিল। যারা এখনো এই কাজটি করেননি তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। ভাবছেন তো কোন কাজের কথা বলা হচ্ছে? আজকের এই প্রতিবেদনে প্যান কার্ড সম্পর্কিত নতুন তথ্য জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
Pan Card New Rule In India
ব্যাংকিং থেকে শুরু করে ট্যাক্স ফাইলিং, এছাড়াও প্রোপার্টি কেনাবেচা ইত্যাদি সবকিছুর জন্য অতি অপরিহার্য এই ডকুমেন্ট হল আধার কার্ড ও প্যান কার্ড। প্রত্যেক ভারতবাসীর এই ডকুমেন্ট থাকতে হবে। আর এই ডকুমেন্ট সম্পর্কিত সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে। তবে অনেকেই এখনও আছেন যারা আধার কার্ড ও প্যান কার্ডের মধ্যে লিংক করাননি। আর তাই যদি না করা থাকে, এই প্রতিবেদন থেকে বাকি তথ্যগুলি জেনে নিন। প্যান কার্ড ও আধার কার্ডের মধ্যে অতি দ্রুত লিঙ্ক করে নিতে হবে।
আধার কার্ড ও প্যান কার্ডের মধ্যে লিংক
যদি এখনো পর্যন্ত আপনার আধার (Aadhaar Card) ও প্যান কার্ড লিংক যদি না করা থাকে, তাহলে এবার বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন আপনিও। আয়কর দপ্তর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। আর সেই নির্দেশিকা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়কর দপ্তরের নতুন নির্দেশ কি বলছে?
আয়কর দপ্তরের নতুন নির্দেশে কী বলা হয়েছে?
আয়কর দপ্তরের নতুন নির্দেশ থেকে জানা যাচ্ছে যে, যে সকল ব্যক্তি কেবল আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছিলেন, তাঁদেরকে অতি শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার নম্বরটি যুক্ত করতে হবে। আর যদি সেটি না করা হয়, তাহলে আগামী ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর-এর পর সেই প্যান কার্ড আর কার্যকর নাও করা হতে পারে। অর্থাৎ সেই প্যান কার্ডগুলি বাতিল হতে পারে। কারণ, ৩১শে ডিসেম্বর পর্যন্ত লিঙ্ক করার শেষ তারিখ। তাই সময় মত লিঙ্ক না করলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়বেন।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন