বাতিল হয়ে যাচ্ছে একাধিক রেশন কার্ড ! বাঁচতে হলে কাজটি এখনই করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নিয়মিত রেশন (Ration) তুলে যাচ্ছেন? কিন্তু আপনি কি জানেন, হঠাৎ করেই আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, কারণ ই-কেওয়াইসি যদি এখনো সম্পন্ন না করে থাকেন, তাহলে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আপনার রেশন। 

আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস

এমনই ঘটনা ঘটছে রাজ্যের বহু পরিবারে। কারণ কেন্দ্র সরকার সম্প্রতি রেশন কার্ডের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করেছে। এখন থেকে সকল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

কেন ই-কেওয়াইসি জরুরী?

আসলে বহু বছর ধরে অভিযোগ উঠছে যে, দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনেক অযোগ্য মানুষ সরকারের রেশনের সুবিধা নিচ্ছে, আর প্রকৃত দরিদ্ররা বঞ্চিত থেকে যাচ্ছে। আর এই অনিয়ম রুখতেই এবার সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। আধার কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি করলে কার্ডধারীর সঠিক পরিচয় যাচাই করা যাবে। ফলে শুধুমাত্র যোগ্য নাগরিকরাই রেশনের সুবিধা পাবে। 

আর যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য এখনো পর্যন্ত ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে রেশন কার্ড সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বিনামূল্যে রেশনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।

ই-কেওয়াইসি কীভাবে করবেন?

সরকার নাগরিকদের সুবিধার্থে ই-কেওয়াইসি করার জন্য দু’রকম পদ্ধতি চালু করে রেখেছে। আপনি অনলাইনেও ই-কেওয়াইসি করতে পারবেন, আবার অফলাইনেও করতে পারবেন। আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করছি।

অফলাইন পদ্ধতি

অফলাইনে ই-কেওয়াইসি করার জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী কোনও রেশন ডিলারের কাছে যেতে হবে। এরপর সঙ্গে আপনার আধার কার্ড ও রেশন কার্ডের ফটোকপি রাখতে হবে। তারপর বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। কোনও সমস্যা হলে সেখানে সাহায্য নিতে পারেন।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন