Bangla News Dunia, Pallab : মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল কন্যাশ্রী (Kanyashree scheme)। তবে সম্প্রতি এই প্রকল্পে জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। বিবাহিত মহিলারা ভুয়ো ডকুমেন্ট দিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা তুলে নিচ্ছে। আর এর পেছনে নাকি রয়েছে ব্লকের কিছু কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের হাত।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
কীভাবে ধরা পরল জালিয়াতি?
ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে। ব্লকের বিডিও সোনাম ওয়াঙদি লামা যখন প্রকল্পের আবেদনের তথ্য যাচাই করতে গ্রামে গ্রামে গিয়েছিলেন, তখন এই জালিয়াতির পর্দা ফাঁস হয়। তিনি যখন আবেদনকারীদের বাড়ি গিয়ে ডকুমেন্ট খতিয়ে দেখেন, তখন তিনি চমকে ওঠেন। দেখা যায় ১৪টি আবেদনকারী আসলে বিবাহিত। এমনকি তাদের এক বা একাধিক সন্তানও রয়েছে। অথচ তারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন।
কীভাবে চলছিল এই প্রতারণা?
আসলে অনেক বিবাহিত মহিলা ভুয়ো অবিবাহিত সার্টিফিকেট বানিয়ে আবেদন করেছিলেন। এমনকি এই টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ব্লকের কিছু অসাধু কর্মী এবং পঞ্চায়েতের ব্যক্তিরা, যারা অগ্রিম ২ থেকে ৫ হাজার করে টাকা নিয়েছিল পরিবারগুলির থেকে।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
এক আবেদনকারী জানিয়েছেন, তার ভাইঝির বিয়ে হয়ে গিয়েছে ৩ বছর আগে। তার একটা সন্তান রয়েছে। তবুও ব্লকের কিছু লোক এসে ৫০০০ টাকা চেয়েছিল কিন্তু ৩০০০ টাকা দিয়েছে। একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন শাবনাজ খাতুন। তারও বিয়ে হয়ে গিয়েছিল, পরে ডিভোর্স হয়ে যায়। তিনিও কন্যাশ্রীর জন্য আবেদন করেন এবং ব্লকের লোকজন এসে ৩৫০০ টাকা দাবি করেন, যা তিনি বাধ্য হন দিতে।