বাদ পড়বেন দুই ম্যাচ উইনার, বাংলাদেশের বিরুদ্ধে কেমন একাদশ নামাবে টিম ইন্ডিয়া ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজে 3-0 ব্যবধানে জয় পেয়েছে ভারত(India)। এবার সেই গতি অব্যাহত রেখে পদ্মা পাড়ের দল বাংলাদেশের(Bangladesh) বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। আগামী 20 ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে গড়াবে ভারত বনাম বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ।

আর এই ম্যাচকে সামনে রেখেই ভারতীয় শিবিরে একাধিক বদল আনতে পারে BCCI । বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আইসিসি ইভেন্টে শুভারম্ভ করতে দুই তাবড় তারকাকে বাংলাদেশের বিপক্ষে প্রথম একাদশ থেকে বাদ দিতে পারে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের ! জারি বিজ্ঞপ্তি

টাইগারদের বিরুদ্ধে ওপেনিং করবেন রোহিত-শুভমন

ইংল্যান্ডের বিপক্ষে গত একদিনের সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের তরুণ প্রতিভা শুভমন গিল। ইংরেজদের বিরুদ্ধে গোটা সিরিজে একটি শতরান ও দুটি অর্ধশত রান এসেছে গিলের ব্যাট থেকে। একইভাবে শত্রু শিবিরের বিরুদ্ধে আক্রমণ জানিয়ে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন রোহিতও। এবার সেই দুই বিশ্বস্ত ভারতীয় তারকার ওপর চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দলের টপ অর্ডার অর্থাৎ ওপেনিংয়ের দায়িত্ব ছাড়বে বোর্ড। সেই সূত্র ধরেই বাংলাদেশের বিরুদ্ধে মিনি ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে ওপেন করবে রোহিত-শুভমন জুটি।

প্রথম একাদশ থেকে বাদ পড়বেন কে এল রাহুল !

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজের পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিপক্ষে সেভাবে রণমূর্তি ধারণ করতে পারেননি ভারতীয় তারকা কে এল রাহুল। প্রথম দুই ম্যাচে খেলোয়াড়ের ব্যাট থেকে বড় রানের যোগদান পায়নি ভারত। তবে তৃতীয় ওয়ানডেতে 40 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। মনে করা হচ্ছে, শেষ ম্যাচে নিজের ক্ষমতা জাহির করলেও গোটা সিরিজের নিরিখ ভাল ফর্ম লক্ষ্য করা যায়নি রাহুলের।

তাই চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে তাকে দলে রেখে শুরুতেই অতিরিক্ত চাপ নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কিছু রিপোর্ট বলছে, রাহুলকে বাংলাদেশের বিপক্ষে প্রথম একাদশে রাখার বিশেষ কোনও সম্ভাবনা নেই। তবে প্রয়োজন ক্ষতিয়ে রেখে তাকে আচমকা দলে ভিড়িয়ে দিতে পারে ম্যানেজমেন্ট।

জায়গা হচ্ছে না ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার!

ইংলিশদের বিরুদ্ধে গত একদিনের সিরিজে জায়গা পাননি ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। সেই আক্ষেপ বুকে বেঁধেই চ্যাম্পিয়নস ট্রফির ময়দানে নামার কথা রয়েছে দিল্লির ক্রিকেটারের। তবে বেশ কিছু সূত্র বলছে, পরিস্থিতি খতিয়ে রেখে দুবাইয়ের মাঠে বিশেষ প্রয়োজন না হলে ঋষভকে বেঞ্চেই বসিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট।

অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পন্থের পাশাপাশি জায়গা হারাতে পারেন হার্দিক পান্ডিয়াও। বলা হচ্ছে, স্পিন আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল ফর্ম রয়েছে হার্দিকের। তাই দুবাইয়ের 22 গজে স্পিন আক্রমণের জোর খতিয়ে দেখেই তাঁকে ময়দানে নামানোর পথে হাঁটবে BCCI।

আরও পড়ুন : অকালে বুড়িয়ে যেতে না চাইলে মানতে হবে এই ৫ নিয়ম

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বোলিং আক্রমণ

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্ম জাহির করেছেন ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী। বেশ কিছু রিপোর্ট বলছে, চক্রবর্তী পারফরমেন্সকে সামনে রেখেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে দলে অন্তর্ভুক্ত করবে ম্যানেজমেন্ট। যদিও, ম্যানেজমেন্ট চাইছে ফর্ম ভাল থাকলেও একজন অভিজ্ঞ স্পিনারকে দিয়ে বল করাতে।

আর সেই সূত্র ধরেই চক্রবর্তীর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে ভারতীয় একাদশে জায়গা হতে পারে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার মতো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন স্পিনারদের। এ তো গেল স্পিন আক্রমণের প্রসঙ্গ, BCCI-এর একটি সূত্র মারফত খবর, ওপার বাংলার ছেলেদের বিপক্ষে দলের পেস আক্রমণের রাশ থাকবে আর্শদীপ ও মহম্মদ শামির হাতে।

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ। শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন