বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- জম্মু-কাশ্মীরর (J&K) বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তৈবার (LeT) শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লি। সেনা সূত্র উদ্ধৃত করে শুক্রবার প্রকাশিত খবরে এমনটা দাবি করা হয়েছে। আলতাফ লাল্লি পহেলগাঁওয়ে হামলাকারী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)-এর সঙ্গেও যুক্ত ছিল বলে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বান্দিপোরার (Bandipora Encounter) কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা ও পুলিশ। সেইসময় জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পালটা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে নিকেশ হয় আলতাফ। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, এটি বাহিনীর বড় সাফল্য। কারণ দীর্ঘদিন ধরে আলতাফের খোঁজ চলছিল।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। তারপর থেকে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারত বিরোধী পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণের পর থেকে এলওসিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলিবর্ষণ শুরু করেছে। সেই আবহে এই অভিযানে বড় সাফল্য পেল যৌথবাহিনী।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন