‘বাবাকে খুব ভালবাসি’,পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরানোর আর্জি ছেলের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : এখনও পাকিস্তানের হেপাজতেই রয়েছেন পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ( BSF Jawan Purnam Kumar Shaw)। ভারত সরকার তাকে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করলেও পাকিস্তানের অসহযোগিতায় সেই চেষ্টা বার বার ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় সোমবার সকালে আট বছরের ছেলে, দুই বোন এবং ভাইকে নিয়ে পাঠানকোটের উদ্দেশে রওনা দিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। চণ্ডীগড় যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে পূর্ণমের আট বছরের পুত্রসন্তান আরব বলে, ‘পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক, আর কিছু চাই না। বাবাকে খুব ভালবাসি। সব ছিনিয়ে নিক, কিন্তু বাবাকে না।’

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আজ দুপুর দেড়টার বিমানে কলকাতা থেকে চণ্ডীগড় যায় পূর্ণমের পরিবার। সেখানে পৌঁছে সড়কপথে তাঁরা সোজা চলে যান পাঠানকোটে (Pathankot)। কথা বলেন ২৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসারদের সঙ্গে। রজনী জানতে চান, তাঁর স্বামী কেমন আছে, কী অবস্থায় পাকিস্তানে রয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের সামনে রজনী বলেন, ‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ আমার স্বামীর বিষয়ে কোনও খবর দিতে পারেনি। ছ’দিন হয়ে গেল। শুধু জেনেছি সে পাকিস্তানে বন্দি রয়েছে। প্রয়োজনে দিল্লির দরজায় কড়া নাড়ব। কিছু একটা গোপন করা হচ্ছে বলে আমার মনে হয়। একজন বিএসএফের জওয়ান ১৭ বছর ধরে চাকরি করছেন। তিনি সীমান্ত চেনেন না? আর ওরা বলছে আমার স্বামী ভুল করে সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে। ও দেশে শত্রু রয়েছে। এই পরিস্থিতিতে আমি কী করে থাকব? তাই তো এই অবস্থাতেও আমায় বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে।’

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুপুরে ভুলবশত পাঠানকোটের ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ পাকিস্তানের (Pakistan) পঞ্জাব (Panjab) প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তাঁকে বন্দি করে পাক রেঞ্জার্স। প্রথম অবস্থায় তাঁর দুটি ছবি প্রকাশিত হয়েছিল। কিন্তু তার পর থেকে আর কোনও খোঁজ নেই পূর্ণমের। এদিকে পূর্ণমের পরিবারকে বিএসএফের (BSF) তরফে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, পূর্ণমকে মুক্ত করার সব চেষ্টাই চলছে। তবু চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন