বাবা যেসব কাজ করলে সন্তান পরীক্ষায় ভালো ফল করবে ! জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : একজন সন্তানকে ভালোভাবে মানুষ করতে হলে মা-বাবার ভূমিকা (Parenting Tips) সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ই দেখা যায় মা-বাবা এতটাই ব্যস্ত থাকেন যে সন্তানের দিকে তাকানোর সময় হয় না। এতে সন্তানের গ্রোথ প্রভাবিত হয়। মা-বাবার সহচর্য একজন সন্তানের আত্মবিশ্বাস বাড়ায়, তাঁকে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠতে সহায়তা করে (Parenting Tips). কথায় আছে পরিবার হলো শিশুর প্রথম ঘর। সেখান থেকেই শিশুর মানসিক গ্রোথ শুরু হয়।

Parenting Tips Father’s Duty To His Daughter

সন্তানের (offspring) বড় হয়ে ওঠার পিছনে মা এবং বাবা দুজনের ভূমিকায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার ধরুন আপনি ভাবছেন যে আপনি দারুণ ব্যস্ত। সন্তানের জন্য সময় নেই। কিন্তু জানেন কি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আপনারই সন্তান। সাম্প্রতিক এক গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে, বাবারা যদি নিয়মিত সন্তানদের সঙ্গে পড়া, গল্প বলা, খেলা, আঁকা বা গান গাওয়ার মতো কার্যক্রমের মাধ্যমে নিবিড় যোগাযোগ গড়ে তোলেন, তবে তাঁদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফল করে (Fathers Duty).

গবেষণা থেকে প্রাপ্ত তথ্য কী বলছে?

২০০০ থেকে ২০০২ সালের মধ্যে জন্ম হওয়া শিশুদের (offspring) নিয়ে ৫০০০ পরিবারের ৫-৭ বছর বয়সী শিশুদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ‘মিলেনিয়াম কোহর্ট স্টাডি’। এটি হল যুক্তরাজ্যে শিশুদের নিয়ে গবেষণা করার জন্য একটি সুপরিচিত গবেষণা প্রকল্প। আর এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে, শিশুদের সঙ্গে বাবারা সময় কাটালে পাঁচ বছর বয়সে সেই শিশু বিদ্যালয়ে ভালো ফল করে (Fathers Duty). আর ৭ বছর বয়সী শিশুদের ‘কি স্টেজ অ্যাসেসমেন্ট’-এ ফল ভালো হয়।

শিশুর মানসিক বিকাশে বাবার ভূমিকা

গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বলা যায়, শিশু দের সঙ্গে বাবাদের অংশগ্রহণ তাঁদের স্কুলের সাফল্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আর এটা সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। তা সে শিশুর লিঙ্গ, জাতিগত পরিচয়, শিক্ষাবর্ষে বয়স অথবা পরিবারের আয় যাই হোক না কেন। আবার এও দেখা যায়, মা ও বাবা একই কার্যক্রমে যদি অংশ নেন তাহলে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যায়।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন