বাম্পার সুখবর ! সরকারি কর্মীদের 19,000 টাকা বেতন বাড়ছে ! জানুন কবে পকেটে আসবে টাকা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

da-gov-employee, job , work

 

Bangla News Dunia , দীনেশ : সরকারি কর্মীদের (Government Employees) জন্য দারুন খুশির খবর। এবার বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। এক ধাক্কায় ১৯,০০০ টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের। কিন্তু এখানে একটাই প্রশ্ন, কবে থেকে বাড়তে চলেছে বেতন। সরকারি কর্মীরা কবে থেকে উপকার পেতে চলেছেন? এই প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে।

Government Employees Salary Hike

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে বর্তমানে সকলেই চিন্তিত। কবে থেকে নয়া কমিশন কার্যকরী হবে, তাই নিয়ে ভাবছেন সবাই। এর মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আলাদাভাবে উপকৃত হতে চলেছেন। একদিকে যেমন ডিএ ২% বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনভাবেই ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে তাঁদের।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

কত টাকা বেতন বাড়তে পারে?

যদি কোনো সরকারি কর্মীর মাসিক বেতন এখন ১ লক্ষ টাকা হয়, তবে অষ্টম বেতন কমিশনের পর সেই বেতন বৃদ্ধি পেতে পারে ১৪ থেকে ১৯ শতাংশ পর্যন্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এখন ৮৫ হাজার টাকা পান, নতুন বেতন কমিশনে তাঁর বেতন হতে পারে ১ লক্ষ টাকার কাছাকাছি।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

 

কবে থেকে কার্যকর হবে নতুন কমিশন?

ইতিমধ্যে একাধিক সুত্র তরফে দাবি, ২০২৫ সাল-এর ফেব্রুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এই সুপারিশ কার্যকর হতে পারে আগামী ২০২৬ বা ২০২৭ সাল পর্যন্ত। যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নতুন বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীরা ছাড়াও ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষের বেশি পেনশনভোগীরা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন