বারুইপুরের ভুয়ো ভোটার ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বারুইপুরের বিভিন্ন ভোটে কয়েক হাজার ভুয়ো ভোটার ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, বিজেপির ষড়যন্ত্রে রাজ্যে ভুয়ো ভোটার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বুথেই নতুন ভোটারের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে। কোথাও ২০০, ৩০০ তো কোথাও আরও বেশি। বাস্তবে নতুন ভোটারদের অর্ধেকেরই কোনও অস্তিত্ব মিলছে না। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ভোটার তালিকায় বহিরাগতদের নাম যুক্ত করার জন্য বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করেছে। এর সঙ্গে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন জড়িত বলে তোপ দেগেছেন কুণাল ঘোষ।

পাশাপাশি এও মনে করিয়ে দেন, দিন কয়েক আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভুয়ো ভোটারের সেই প্রসঙ্গ।

শনিবার নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘নির্বাচন কমিশনারের আধিকারিকদের একটি অংশ যথাযথ যাচাই ছাড়াই না করেই নাম নথির্ভুক্ত করছে। বিশেষত রাজ্যের সীমান্ত এলাকায়।’

তাঁর আরও দাবি,  “যদি পরিস্থিতি এমন হয়, তাহলে কৃতিত্বটি স্থানীয় প্রশাসন এবং পুলিশকে যায় অননুমোদিত ভোটারদের ট্র্যাক করার জন্য, নির্বাচন কমিশনকে নয়, যেটি যথাযথ যাচাই ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে।”

“রাজ্য এবং শাসক দলের দিকে আঙুল তোলার পরিবর্তে, বিজেপি এবং যারা এই ইস্যুতে হইচই করছে তাদের কেন্দ্রের সঙ্গে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি নেওয়া উচিত। বাস্তব হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এখানে ঢুকে পড়েছে। যা দেখার কাজ রাজ্যের নয়। সীমান্ত দেখার কথা বিএসএফের। যা কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সেখানে গাফিলতি আছে বলেই ঢুকছে,” দাবি করেন কুণাল।

আরও পড়ুন:- কমার্স নিয়ে পড়লে আপনার জন্য রইল ৫ দুর্দান্ত কেরিয়ার অপশন,

বিজেপির রাজ্যসভার সাংসদ এবং মুখপাত্র শমিক ভট্টাচার্য পাল্টা দাবি করেন, “ভূতুড়ে ভোটারদের নথির্ভুক্ত করার জন্য তৃণমূলের গেমপ্ল্যান সামনে এসে গেছে। কারণ শাসক দলের নেতারা নির্বাচনে জেতার জন্য ভুয়ো আধার এবং ভোটার আইডি কার্ড দিয়েছিল।”

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ব্লকের অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার ভুয়ো ভোটার বেড়েছে রাতারাতি। ভোটার তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম যা নিয়ে চিন্তিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক নেতৃত্ব। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য এটা ‘তৃণমূলের চক্রান্ত’ বলে কটাক্ষ করেছে। পরিকল্পনা করেই এই ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে এলাকায় এলাকায়, দাবি তাঁদের। তৃণমূলের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশন সহ ঊর্ধ্বতন আধিকারিকদের।

মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য-সহ অভিযোগ এনেছেন বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন আসল ভোটারদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই পরিস্থিতিতেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভূতুড়ে কাণ্ড।

আরও পড়ুন:- কৃষক বন্ধুদের ডিজিটাল কৃষক আইডি কার্ড চালু হলো। কার্ড করলেই পাবেন ৬০০০ টাকা। কিভাবে আবেদন করবেন?

আরও পড়ুন:- নয়া করোনাভাইরাসের হদিশ, কতটা বিপজ্জনক? জানতে বিস্তারিত দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন