Bangla News Dunia, Pallab : আয়ের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল মুম্বইয়ের (Mumbai) প্রভাদেবীর সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple)। এক বছরে নানা খাতে মন্দিরের কোষাগারে জমা পড়েছে ১৩৩ কোটি টাকা। যা গত অর্থবর্ষের তুলনায় ১৫ শতাংশ বেশি (Annual earnings)।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরের বার্ষিক আয় ১৩৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে মুম্বইয়ের এই বিখ্যাত মন্দিরের বার্ষিক আয় ছিল ১১৪ কোটি টাকা। যা এই অর্থবর্ষে ১৫ শতাংশ বেড়েছে। গত ৩১ মার্চ বার্ষিক বাজেট উপস্থাপনের সময় এই পরিসংখ্যানটি প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। সেই সঙ্গে মন্দির কর্তৃপক্ষের অনুমান, ২০২৫-২৬ অর্থবর্ষে মন্দিরের আয়ের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ১৫৪ কোটি টাকায়। মূলত সিদ্ধিবিনায়ক মন্দিরের আয় হয় দান পেটি, পুজোর খরচ, লাড্ডু-নারকেলের প্রসাদ বিক্রি, অনলাইন প্রণামী, সোনা-রুপোর দান এসব থেকেই। আর তহবিলের এই অর্থ বরাদ্দ করা হয় বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য।
সিদ্ধিবিনায়কের ডেপুটি এগজিকিউটিভ অফিসার সন্দীপ রাঠোরের মতে, এই বিপুল আর্থিক লাভের নেপথ্যে রয়েছে মন্দির কর্তৃপক্ষের সুপরিচালনা। তিনি বলেন, ‘প্রশাসনিক দক্ষতার কারণেই আমাদের প্রত্যাশিত আয় ১১৪ কোটি টাকার রেকর্ড ভেঙে ১৩৩ কোটি টাকা হয়েছে। আমরা বুঝেছি যে, যদি ভক্তদের সুষ্ঠুভাবে দর্শনের সুবিধা দেওয়া হয়, যদি ভক্তদের লাইনগুলি দ্রুত সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়, তাহলে আরও বেশি সংখ্যায় ভক্তরা মন্দিরে আসতে পারবেন। এতে মন্দিরে অনুদানের পরিমাণও বৃদ্ধি পাবে।’ সন্দীপ আরও বলেন, ‘সিদ্ধিবিনায়কে প্রতিটি ভক্ত দর্শনের জন্য ১০ থেকে ১৫ সেকেন্ড সময় পান। কিন্তু অন্যান্য বড় মন্দিরে মাত্র ৫-৭ সেকেন্ড সময় দেওয়া হয়। ফলস্বরূপ, ভক্তরা আরও বেশি পরিমাণে দান করতে আগ্রহী হন।’