বার বার একই নম্বরের লটারি কিনে পুরস্কার জিতলেন ১০ কোটি টাকা !

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : লটারিতে (Lottery) টাকা জিততে কে না চান। তাই প্রচুর মানুষ আছেন যারা প্রত্যেক মাসে এমন কি প্রত্যেক সপ্তাহেও লটারির টিকিট (Lottery Ticket) কাটেন। কিন্তু টিকিট কাটার মানেই তো আর টাকা জিতে যাওয়া নয়, কিছু মানুষ লটারিতে নির্দিষ্ট কিছু টিকিটকে লাকি বলে মনে করেন। সেই লাকি নম্বরের টিকিট বারবার কেটেই ১০ কোটি টাকা জিতলেন এক যুবক।

Strategies to win money in the Lottery

লটারি টিকিট কেটে টাকা জেতার আশায় বহু মানুষ নানান ধরনের টিপস এন্ড ট্রিকস (Lottery Tips) মেনে থাকেন। আসলে লটারিতে টাকা জেতার নির্দিষ্ট কিছু কৌশল আছে। অনেকে কৌশল মেনে লটারি টিকিট কাটেন আবার অনেকে টিকিট কাটার জন্য লাকি নম্বর বেছে নেন। আর ভাগ্যে থাকলে এভাবেই কোটি টাকা জিতবেন আপনি।

বিশেষ কৌশলে ১০ কোটি জিতলেন যুবক!

বাস্তবে অনেক সময় দেখা যায়, লটারিতে ভাগ্য পরীক্ষা করার জন্য কিছু মানুষ অভাবনীয় নানান ধরনের পদক্ষেপ করেন। তেমনি একটি নতুন দৃষ্টান্ত মিলল সম্প্রতি। আমেরিকায় এক যুবক ৩০ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা খরচ করে কিনলেন ১৬২টি লটারির টিকিট। আর সেই টিকিট ফিরিয়ে দিল তাঁর ভাগ্য।ওই যুবক ৮ লক্ষ ১১ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৯.৬ কোটি টাকা জিতলেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই যুবক যে সমস্ত টিকিটগুলি কিনেছিলেন সেগুলি ছিল একই নম্বরের। যুবক দাবি করেছেন ওই নম্বর নাকি তাঁর ‘লাকি’ নম্বর হিসেবে বিবেচিত। বিজয়ী যুবক সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারি কর্তা দের সঙ্গে কথা বলার সময় তাঁর বিশ্বাস ব্যাখ্যা করেছেন।

১০ কোটি জেতার সিক্রেট জানালেন যুবক

বিজয়ী যুবক জানিয়েছেন, ১৭৩১ নম্বরটির প্রতি তাঁর অগাধ বিশ্বাস। তাই তিনি ওই চারটি নম্বর থাকা লটারির টিকিট বারবার করে কিনতেন। আর শেষমেশ তাঁর ভাগ্য সহায় হয়েছে। জানা যাচ্ছে, ওই যুবক প্রায় ১০ কোটি টাকার লটারি জিতেছেন। খুব স্বাভাবিকভাবে, বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজ মাধ্যমে হইচই পড়ে গিয়েছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন